ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩৭তম বিসিএস লিখিত পরীক্ষায় ৫৩৭৯ জন উত্তীর্ণ

প্রকাশিত: ০৬:২৮, ২৬ অক্টোবর ২০১৭

৩৭তম বিসিএস লিখিত পরীক্ষায় ৫৩৭৯ জন উত্তীর্ণ

স্টাফ রিপোর্টার ॥ ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারী কর্মকমিশন (পিএসসি)। মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৭৯ জন। কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মৌখিক পরীক্ষা শুরুর আগে কিছু কাজ আছে, সেগুলো শেষ করে শীঘ্রই মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। যত তাড়াতাড়ি মৌখিক পরীক্ষা শুরু করতে পারি সে পদক্ষেপ নেব। এছাড়া ৩৬তম বিসিএসে যারা উত্তীর্ণ হয়েও ক্যাডার পদ পাননি তাদের যত দ্রুত সম্ভব নন ক্যাডার পদে সুপারিশের চেষ্টা করছি। তিনি আরও বলেন, আমরা চাই সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে সুপারিশ করতে। এছাড়া ৩৮তম বিসিএসের কাজও শুরু করেছি। ৩৯তম বিসিএসের হোমওয়ার্কও আমরা শুরু করেছি। এর মানে এক সঙ্গে আমরা কয়েকটি বিসিএসের কাজ করছি। মওদুদের সাত ও খোকনের আট মামলার কার্যক্রম স্থগিত স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৭ মামলা ও বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানার মামলাসহ মোট ৮ মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি মোঃ মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
×