ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্ট দিবস ১৮ ডিসেম্বর, তবে এবার পালন ২ জানুয়ারি

প্রকাশিত: ০৬:২৭, ২৬ অক্টোবর ২০১৭

সুপ্রীমকোর্ট দিবস ১৮ ডিসেম্বর, তবে এবার পালন ২ জানুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবছর ১৮ ডিসেম্বর সুপ্রীমকোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রীমকোর্ট কর্তৃপক্ষ। তবে এ বছর ১৮ ডিসেম্বর অবকাশকালীন ছুটি থাকায় আগামী ২ জানুয়ারি এ দিবস পালন করা হবে। বুধবার বিকেলে সুপ্রীমকোর্টের জাজেজ লাউঞ্জে আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞা। সভায় গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য একজন মুখপাত্র ঠিক করে দেয়া হয়েছে। সুপ্রীমকোর্টের স্পেশাল অফিসার মোঃ সাইফুর রহমানকে এ দায়িত্ব দেয়া হয় ফুলকোর্ট সভায়। সভা শেষে মোঃ সাইফুর রহমান জানান, সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয়ে যে, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছে সেদিন অর্থাৎ ওই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রীমকোর্ট দিবস পালন করা হবে। যেহেতু চলতি বছর বছরের ১৮ ডিসেম্বর অবকাশকালীন ছুটি ঘোষিত আছে সেহেতু আগামী বছর ২ জানুয়ারি (সুপ্রীমকোর্ট খোলার দিন) এই দিবসটি পালন করা হবে। বৈঠক সূত্র জানায়, সুপ্রীমকোর্ট দিবস পালনের জন্য আপীল বিভাগের বিচারপতি মির্জা হোসাইন হায়দারের নেতৃত্বে ৫ সদস্যর একটি কমিটি করে দেয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিমসহ ৪ জনকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। এর আগে সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে ফুলকোর্ট সভার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ২৫ অক্টোবর বিকাল ৪টা ১০ মিনিটে সুপ্রীমকোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।’ আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্মিঞা প্রধান বিচারপতির কার্যভার গ্রহণের পর এটি তার তৃতীয় ফুলকোর্ট সভা।
×