ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বন্দরের সক্ষমতার ওপর সমীক্ষা চালাবে এনবিআর

প্রকাশিত: ০৬:২৪, ২৬ অক্টোবর ২০১৭

বন্দরের সক্ষমতার ওপর সমীক্ষা চালাবে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বন্দরগুলোতে পণ্য খালাসের সক্ষমতা নিয়ে সমীক্ষা চালাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এজন্য এনবিআরের সদস্য খোন্দকার আমিনুর রহমানের নেতৃত্বে ২৫ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে এ সমীক্ষার কাজ শুরু হয়ে মার্চে শেষ হবে। এনবিআর সূত্রে জানা গেছে, তিন মাসে দেশের সকল বন্দর থেকে এ সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করা হবে। প্রতিবেদনের সুপারিশের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। জানা গেছে, ব্যবসা পরিচালনা খরচ কমিয়ে আনাসহ বন্দরগুলোতে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা দিতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। সিঙ্গাপুর, জাপান ও কোরিয়াসহ অন্যান্য দেশের বন্দরে বাংলাদেশের চেয়ে অনেক কম সময় মালামাল খালাস হয়ে থাকে। ফলে ওই সব দেশে ব্যবসা-বাণিজ্যের ব্যয়ও তুলনামূলক কম হয়। বিশ্বব্যাংকের এক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বন্দরে পণ্য আসার পর কাস্টমসসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করতে গড়ে ১১ দিন ১৮ ঘণ্টা লাগে। বিদ্যুতের দাম বাড়লে ক্ষতিগ্রস্ত হবে স্টিল শিল্প অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেলে স্টিল শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে বলে দাবি করেছে স্টিল ও রি-রোলিং শিল্পের সঙ্গে জড়িতরা। বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে যৌথ সংবাদ সম্মেলনে এ আশংকার কথা জানায় স্টিল ও রি-রোলিং শিল্পে জড়িত তিন সংগঠন। সংবাদ সম্মেলনে অংশ নেওয়া সংগঠনগুলো হচ্ছে- বাংলাদেশ অটো রি-রোলিং এন্ড স্টিল মিলস এসোসিয়েশন, বাংলাদেশ স্টিল মিল ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ রি-রোলিং মিলস এসোসিয়েশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ অটো রি-রোলিং এন্ড স্টিল মিলস এসোসিয়েশন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শহিদউল্লাহ। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিদ্যুৎ সমস্যা নিয়ে স্টিল শিল্প মারাত্মক সংকটের সম্মুখীন। স্টিল ও রড উৎপাদনে কাঁচামালের পরই বিদ্যুতে সবচেয়ে বেশি খরচ হয়। স্টিল বা এমএস রড উৎপাদনের মোট খরচের ১৫ শতাংশ খরচ বিদ্যুৎ খাতে যায়।
×