ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাবমেরিন কেবলের লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ০৬:২৩, ২৬ অক্টোবর ২০১৭

সাবমেরিন কেবলের লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলের পরিচালনা পর্ষদ ঘোষিত ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডারা। সম্প্রতি কুয়াকাটার আলীপুরে কোম্পানির দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। কোম্পানির বার্ষিক সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও কোম্পানির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। সভায় কোম্পানির পরিচালক জালাল আহমেদ, মোঃ আজিজুল ইসলাম, ড. মাহবুবুল আলম জোয়ার্দার, কর্নেল মোঃ আরেফিন তালুকদার, পিএসসি, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ, এফসিএ, এফসিএস, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মশিউর রহমান ও কোম্পানি সচিব মোঃ আব্দুস সালাম খাঁন এস সহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ও কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির আয় ও ব্যান্ডউইথের ব্যবহার গত বছর হতে উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ঝঊঅ-গঊ-ডঊ-৪ সাবমেরিন কেবল সিস্টেমের মাধ্যমে ব্যান্ডউইথ সেবা প্রদান করে বিএসসিসিএল বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য অবদান রাখছে। দেশে কোন বিকল্প সাবমেরিন কেবল না থাকায় বিএসসিসিএল সরকারের সহযোগিতায় দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত হওয়ার প্রকল্প হাতে নেয় যা সম্প্রতি শেষ হয়েছে। ওই প্রকল্পের ফলশ্রুতিতে ঝঊঅ-গঊ-ডঊ-৫ সাবমেরিন কেবল সিস্টেম হতে বিএসসিসিএল আরও প্রায় ১৫০০ জিবিএস ব্যান্ডউইথ অর্জন করেছে। এর ফলে একদিকে যেমন দেশ বিপুল পরিমাণ ব্যান্ডউইথ পাবে অন্যদিকে তেমনি যে কোন একটি কেবলে সমস্যা হলে অন্য কেবল দিয়ে দেশে ইন্টারনেট সেবা প্রদান অব্যাহত রাখা যাবে। বিএসসিসিএল ইতোমধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যে ব্যান্ডউইথ রফতানি শুরু করেছে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভিত্তিতে ব্যান্ডউইথ লিজ প্রদানের কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ২০১৬-১৭ অর্থবছরে ৩১.৮২ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে এবং ৩০ জুন ২০১৭ তারিখে কোম্পানির শেয়ার হোল্ডারর্স ইক্যুইটি ৬০০.৯০ কোটি টাকায় উন্নীত হয়েছে।
×