ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

প্রকাশিত: ০৬:২৩, ২৬ অক্টোবর ২০১৭

ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা তিনদিনের পতন কাটিয়ে বুধবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনেও উন্নতি হয়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫৮২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪৬ কোটি ২৮ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫৩৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮০ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- বিবিএস কেবল, ইফাদ অটো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, আমরা নেটওয়ার্ক, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক, গ্রামীণফোন, রংপুর ফাউন্ড্রি ও আইডিএলসি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- তুং হাই নিটিং, মুন্নু সিরামিক, ফাইন ফুড, সাফকো স্পিনিং, মিথুন নিটিং, আনোয়ার গ্যালভানাইজিং, প্রাইম টেক্স, আরডি ফুড, এপেক্স ফুড ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- কে এ্যান্ড কিউ, আইসিবি এএম সিএল মিউচুয়াল ফান্ড, শাইনপুকুর সিরামিক, ওয়াটা কেমিক্যাল, দেশ গার্মেন্ট, আইসিবি এমপ্লয়ীজ, হাক্কানি পাল্প, রেকিট বেনকিসার, বিডি অটোকার ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৬৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬, কমেছে ৮০ এবং অপরিবর্তিত রয়েছে ৩১ কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- উত্তরা ব্যাংক, বিবিএস কেবল, আমরা নেটওয়ার্ক, ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, গ্রামীণফোন, ওয়ান ব্যাংক, এনসিসি ব্যাংক ও সিটি ব্যাংক।
×