ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিনজা চোর

প্রকাশিত: ০৬:২২, ২৬ অক্টোবর ২০১৭

নিনজা চোর

কালো কাপড়ে শরীর ঢাকা, চোখ দুটি খোলা, মাকড়সার মতো দেয়াল বেয়ে ওঠা ক্ষিপ্রগতির কোন নিনজা বীরের মতোই দেখতে। কিন্তু জাপানের পুলিশ যাকে আটক করেছে সে এক সিঁধেল চোর। আট বছরের চৌর্যবৃত্তির ক্যারিয়ারে বহু মানুষের ঘরে সে লুট করেছে। ওসাকা শহরে সিঁধেল চোরের উৎপাত শুরু হলে সিসি ক্যামেরায় নিনজা স্টাইলের এই চোরকে শনাক্ত করে আটক করে পুলিশ । -এএফপি সুখী হওয়ার তত্ত্ব নিলামে সুখী জীবন যাপনের তত্ত্ব দিয়ে আলবার্ট আইনস্টাইনের লেখা দুটি নোট নিলামে পনেরো লাখ ৬০ হাজার ডলারে জেরুজালেমে বিক্রি হয়েছে। ১৯২২ সালে জাপানে এক বার্তাবাহককে উপহারের বদলে নোট দুটি দিয়েছিলেন। সারাজীবন বিজ্ঞান নিয়ে পড়ে থাকা আইনস্টাইন বলেছিলেন, দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়নের মাধ্যমে সুখী হওয়ার নিশ্চয়তা দেয়া সম্ভব নয়। আসলে তখন বার্তাবাহককে দেয়ার মতো কোন পয়সা বিজ্ঞানীর হাতে ছিল না।-বিবিসি অনলাইন
×