ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলায় বিরোধী জোটে ভাঙ্গন

প্রকাশিত: ০৬:২১, ২৬ অক্টোবর ২০১৭

ভেনিজুয়েলায় বিরোধী জোটে ভাঙ্গন

ভেনিজুয়েলার বিরোধী দলের এক নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধীপ্রধান জোট ত্যাগ করার পর বিরোধী জোট ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে বলে দৃশ্যমান হচ্ছে। বিরোধী নেতার জোট ত্যাগ আগামী বছর অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে সমাজবাদী নেতা মাদুরোর শক্তি বৃদ্ধিতে সহায়ক হয়েছে। সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলস বলেছেন দলের ৪ গবর্নর মাদুরো সমর্থিত শাসনতন্ত্র পরিষদের প্রতি আনুগত্যের অঙ্গীকার গ্রহণের পর তিনি সমালোচনা ও প্রতিবন্ধকতাপূর্ণ বিরোধীদলীয় জোট ত্যাগ করছেন। ক্যাপ্রিলস বলেন, আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব ডেমোক্র্যাটিক এ্যাকশন পার্টির নেতা হেনরি র‌্যামোস জোটে যতক্ষণ থাকবেন তিনি থাকবেন না। ডেমোক্র্যাটিক এ্যাকশন পার্টির ৪ গবর্নর শাসনতন্ত্র পরিষদের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। অজনপ্রিয় বামপন্থী মাদুরোর উদ্যোগে জুলাইতে এ পরিষদ গঠন করা হয়। বিরোধী দল এ পরিষদ বর্জন করেছে। ক্যাপ্রিলস বলেন, যখন কোন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। -এএফপি
×