ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজিজ আহমেদ

প্রভাবশালীদের ছত্রছায়া

প্রকাশিত: ০৬:১৮, ২৬ অক্টোবর ২০১৭

প্রভাবশালীদের ছত্রছায়া

দেশ এগিয়ে যাচ্ছে, বাড়ছে মানুষ সঙ্গে বাড়ছে মানুষের চাহিদা। মানুষের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন। তবে আমাদের যানবাহনগুলোর বেশির ভাগের অবস্থা একেবারেই নাজুক। রাজধানীতে এবং দেশের সকল জেলা শহরগুলোতে ব্যাপক ফিটনেসবিহীন গাড়ি রয়েছে এগুলো এখনও রাস্তায় চলাচল করছে প্রভাবশালীদের ছত্রছায়ায়। এতে আমাদের মতো সাধারণ জনগণকে জীবনের ঝুঁকি নিয়ে আতঙ্কে যাতায়াত করতে হচ্ছে। আইন ভঙ্গ করে এসব গাড়ি দাপটের সঙ্গেই রাস্তায় দেখা যায়। আমাদের রাজধানীতে যে পরিমাণ অটো-মিনিবাস-বাস রয়েছে তার অধিকাংশই ফিটনেসবিহীন গাড়ি। এসব মিনিবাসগুলোর অবস্থা একেবারেই খারাপ আর এ থেকে যানজটেরও সৃষ্টি হচ্ছে। দেশে প্রচলিত ট্রাফিক আইন থাকা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগায় বসে এসব কাজ করছে কিছু অসাধু মানুষ। এ থেকে মুক্তির একমাত্র উপায় আইনের শাসন প্রতিষ্ঠা করা। ঈদ ও দুর্গাপূজার মতো আমাদের বড় ধর্মীয় অনুষ্ঠানের আগে দেখতে পাই এক বিচিত্র চিত্র। দেশের যত রকমের ভাঙ্গাচোরা ফিটনেসবিহীন গাড়ি রয়েছে তাতে রঙের প্রলেপ দিয়ে নামিয়ে দেয় মহাসড়কে। দেশে শুরু হয় অদ্ভুত এক রঙ্গারঙ্গির খেলা। আর তাতেই শুরু হয় দুর্ঘটনার সূত্রপাত। বিকল হয়ে যাওয়া ইঞ্জিনগুলো কোন রকমে ঠিকঠাক করে বডিতে রং দিয়েই মহাসড়কে দূরপাল্লা যাত্রা শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে এই যানবাহনে আমাদের জন্য কতটুকুৎ নিরাপত্তা আছে? দেশে প্রতিবছরই আমরা দেখতে পাই ঈদের আগ মুহূর্তে সড়ক দুর্ঘটনা বেড়ে যায় এবং অকালে প্রাণ হারায় অনেক মানুষ। তাছাড়া আমাদের রাস্তার অবস্থাটাও ভাল নয়, যার কারণে আমাদের এই সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং প্রাণ হারাচ্ছে অনেক মানুষ সেটা হোক ফিটনেসবিহীন গাড়ি, চালকের অদক্ষতা কিংবা রাস্তার সমস্যা এসব সমস্যা অতি তাড়াতাড়ি মোকাবেলা করা দরকার এবং আইনের যথাযথ ব্যবহার করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া দরকার। কিন্তু আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারণেই ক্রমেই অসাধু পরিবহন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বাড়ছে। আইনের যথাযথ প্রয়োগ করা হলে অবশ্যই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করি। আর এতে সড়ক দুর্ঘটনা কমে যাবে এবং অকালে কেউ প্রাণ হারাবে না। আর সবচেয়ে বড় কথা আমাদের সবার জনসচেতনতাই পারে এসব দুর্ঘটনা থেকে অনেকাংশে আমাদের রক্ষা করতে। আমরা যদি ট্রাফিক আইন মান্য করে চলি, দেশের মানুষের কথা ভেবে তবে অবশ্যই আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর হবে এবং আমরা নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছাতে পারব নির্বিঘেœ, নিরাপদে। পূর্ব আদালতপাড়া, টাঙ্গাইল থেকে
×