ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সহায়ক সরকারের নামে আগামী নির্বাচন বানচাল করতে চান খালেদা ॥ ইনু

প্রকাশিত: ০৬:০৪, ২৬ অক্টোবর ২০১৭

সহায়ক সরকারের নামে আগামী নির্বাচন বানচাল করতে চান খালেদা ॥ ইনু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সহায়ক সরকারের নামে বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে দেশে একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে চায়। সে জন্য তিনি আলোচনায় বসেন না। তিনি সহায়ক সরকারের কথা বলেও রূপরেখা দিতে পারেন না। যথাসময়ে নির্বাচন হবে সে কথাও বলেন না। তিনি বলেন, নির্বাচন নিয়ে বেগম খালেদা জিয়া সহায়ক সরকারের কথা বলেন, আরেক বার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, সকাল বেলা শেখ হাসিনাকে ছুটিতে যাওয়ার কথা বলেন, আবার বিকেল বেলা সংসদ ভেঙ্গে দেয়ার কথা বলেন। আমি অবাক বিস্ময়ে খালেদা জিয়ার দিকে তাকিয়ে থেকে ভাবি খালেদা জিয়া আসলে এত উল্টা পাল্টা কথা কেন বলছেন? খালেদা জিয়ার কথা ঠিক থাকে না কেন? আসলে খালেদা জিয়া নির্বাচন করতে চান না। খালেদা জিয়ার একটাই উদ্দেশ্য সহায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকারের নামে নির্বাচন বানচাল করা। তথ্যমন্ত্রী বুধবার বিকেলে জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে জেলা ও মহানগর জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে সহায়ক সরকারের কথা বলেছে, রূপরেখা দেয়নি। খালেদা জিয়া দিবেন না, খালেদা জিয়া জল ঘোলা করতে চান, অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চান। যেভাবে ২০১৪ সালের নির্বাচনের আগে দেশে জ্বালাও পোড়াও আগুন, সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মেরে গণতন্ত্রকে নস্যাৎ করতে চেয়েছিলেন। যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদকে সঙ্গে নিয়ে তিনি দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান। খালেদা জিয়া দেশের ও রাজনীতির জন্য বিপজ্জনক ব্যক্তি। জেলা জাসদের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান, জেলা সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরীসহ অনেকে।
×