ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রেললাইন ছাড়া চলবে ট্রেন

প্রকাশিত: ০৬:০৩, ২৬ অক্টোবর ২০১৭

রেললাইন ছাড়া চলবে ট্রেন

ট্রেনে চড়তে গেলে এবার থেকে তাড়াহুড়ো করে আর স্টেশনে দৌড়াতে হবে না। বাস ধরবেন কিংবা ট্রেন; যেতে হবে আপনাকে একই রাস্তা দিয়ে। অর্থাৎ, এবার রেললাইন ছাড়া রাস্তার ওপর দিয়েই চলবে ট্রেন। যাকে বলে এক্কেবারে স্মার্ট ট্রেন। আর বিশ্বের এই প্রথম স্মার্ট ট্রেন চলবে চীনে। অটোনোমাস রেল ট্রানজিট নামে বিশ্বের প্রথম ওই স্মার্ট ট্রেনকে চীনের জোঝৌ প্রদেশ থেকে চালানো হবে। গত ২৩ অক্টোবর থেকে জোঝৌতে ওই স্মার্ট ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। রেললাইন ছেড়ে রাস্তার ওপর দিয়ে ছুটতে গেলে, স্মার্ট ট্রেনকে ট্র্যাফিক জ্যামের মধ্যেও পড়তে হবে। তবে ট্রামসহ অন্য যানবাহনের তুলনায় ওই স্মার্ট ট্রেনে সফর সাধারণ মানুষের কাছে অনেকটাই সুলভে হবে বলেও জানা যাচ্ছে। একসঙ্গে ৩শ’ জনকে নিয়ে ছুটতে পারবে ওই ট্রেন। ওই ট্রেনসহ যাত্রাপথ তৈরি করতে ইতোমধ্যেই ১৪৬ থেকে ১৯৬ কোটি টাকা খরচ হয়েছে। -ডেইলি মেইল অবলম্বনে
×