ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোয়ালমারীতে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

প্রকাশিত: ০৬:০২, ২৬ অক্টোবর ২০১৭

বোয়ালমারীতে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৫ অক্টোবর ॥ বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুড়দিয়া গ্রামে বুধবার ভোর ৬টায় স্থানীয় আ’লীগ নেতা শাহজাহান মোল্লার ও বিএনপি নেতা খলিল মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষে উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক দুই সন্তানের জনক সামচুল আলম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সামচুল আলম মৃত আঃ করিম মোল্লার ২য় পক্ষের ছোট ছেলে। নিহতের মেজো ভাই মাহাবুবুরের স্ত্রী জোবায়দা বেগম জানান, শাহজাহান ও সামচু সৎভাই। শাহজাহান আ’লীগ সমর্থক ও সামচু বিএনপি সমর্থক। শাহজাহানের আপন ভাই কুদ্দুস ও সামচুল দু’জনই খলিল গ্রুপের সমর্থক। ঘটনার দিন ভোরে কুদ্দুস প্রতিবেশী ওমরকে নিয়ে বাড়ির পাশে গুড়দিয়া মাঠে পানিতে পাতা কারেন্ট জাল আনতে গেলে শাহজাহান ও ইলিয়াসসহ ৮-১০ জন তাদের চোর বলে মারপিট শুরু করে। কুদ্দুসের ডাকচিৎকারে সামচুল এগিয়ে গেলে তাকে গরু জবাই করা ছোরা দিয়ে পেটে আঘাত করে। এ সময় উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহত সামচুলকে প্রথমে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে শাহজাহান মোল্লা গ্রুপের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। অন্য আহত খলিল গ্রুপের আকবর মোল্লা (৬০), ওমর মোল্লা (৩৫), শাহিদুল (৪০), শাহজাহান মোল্লা গ্রুপের (৪২), হেমায়েত (৩০), টিটু (৩৬), ইলিয়াস মোল্লা (৫০), আবদুল্লাহ (১৭), নাজমুল (২৮) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামলায় আহত শাহজাহান মোল্লা বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে পালিয়ে যায় বলে জানা গেছে। থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর পারিবারিক বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×