ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০ আজ

প্রকাশিত: ০৫:৫৪, ২৬ অক্টোবর ২০১৭

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০ আজ

মিথুন আশরাফ ॥ শেষ হয়ে আসছে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। শেষ হয়ে আসছে বাংলাদেশের কঠিন সফরও। আর মাত্র দুটি ম্যাচ। দুটি টি২০। এরপরই শেষ হয়ে যাবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার আজ প্রথম টি২০ অনুষ্ঠিত হবে। ব্লুমফন্টেইনের ম্যাংগাউং ওভালে বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটি শেষে রবিবার পোচেফস্ট্রুমে দ্বিতীয় টি২০ দিয়েই দক্ষিণ আফ্রিকা সফর শেষ করবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে। কোন সিরিজেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। চ্যালেঞ্জও ছুড়ে দিতে পারেনি। এবার স্বল্প ওভারের সিরিজের পালা। এবার কী পারবে বাংলাদেশ চ্যালেঞ্জ ছুড়ে দিতে? অথবা জিততে? ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, ‘আমার মনে হয় অধিনায়ক (টি২০তে) হিসেবে সেরা মানুষই আছে এখন (সাকিব)। সে সব জায়গাতেই চ্যাম্পিয়ন।’ সাকিবের হাত ধরে ভাল কিছুর আশাতেই মাশরাফি এমন কথা বলেছেন। যিনি গত মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজের পর টি২০ থেকেই অবসর নিয়েছেন। এরপর সাকিবকে টি২০’র অধিনায়ক করা হয়েছে। এর আগে চার টি২০ ম্যাচে নেতৃত্ব দেয়া সাকিব আবারও ২০১০ সালের পর টি২০তে নেতৃত্ব দেবেন। বিধ্বস্ত দলটি এবার সাকিবের হাত ধরে বদলাতে পারলেই হয়। জয় না আসুক, এখন এমন অবস্থা হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেই যেন প্রাপ্তি মিলে। দক্ষিণ আফ্রিকা কী নিজের মাটিতে সেটিও হতে দেবে? দক্ষিণ আফ্রিকা টি২০ দলের অধিনায়ক জেপি ডুমিনি হুমকি দিয়ে রেখেছেন। তামিম ইকবাল নেই। মুস্তাফিজুর রহমানও নেই। তাতে সুবিধাই দেখছেন ডুমিনি। দুই ওয়ানডের পর এমন কথা বলেছিলেন ডুমিনি। টি২০তেও যেন একই বাণী, ‘বাংলাদেশের জন্য এটা বড় ক্ষতি। দু’জনই তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারা না খেললে আমাদেরই সুবিধা।’ সঙ্গে যোগ করেছিলেন, ‘বাংলাদেশ এমন একটা দল যারা সবসময়ই সেরাটা দিতে চায়। তাদের বিপক্ষে কিছু ক্ষেত্রে সবসময়ই আমাদের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। ছোট সংস্করণের ক্রিকেটে বাংলাদেশ সবসময়ই চ্যালেঞ্জ জানানোর মতো দল।’ সেই চ্যালেঞ্জ জানানো যে দক্ষিণ আফ্রিকা সফরে হচ্ছে না। শুধু বড় হার হচ্ছে। এবার টি২০ বলে আশা করা যায়। কিন্তু সেই টি২০তেও তো বাংলাদেশ খুব ভাল খেলে না। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপের মূলপর্ব থেকে এখন পর্যন্ত ৯টি টি২০ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। বোঝাই যাচ্ছে দলের কী অবস্থা। এমন অবস্থা থেকে এখন দল বের হতে পারলেই হয়। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি টি২০ খেলে সবকটিতে হেরেছে। আর এক ম্যাচের একটি সিরিজ খেলেও হার হয়েছে। এবার প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলছে বাংলাদেশ। আজ প্রথম টি২০ দিয়ে যার শুরু। টেস্ট ও ওয়ানডেতে নাজেহাল হওয়ার পর নতুন নেতৃত্বে এখন বাংলাদেশ দল কেমন করে টি২০তে সেদিকেই সবার নজর থাকছে।
×