ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অভিযুক্তরা সাসপেন্ড

ব্যবসায়ী অপহরণ ॥ ১৭ লাখ টাকাসহ সাত পুলিশ আটক

প্রকাশিত: ০৫:৫২, ২৬ অক্টোবর ২০১৭

ব্যবসায়ী অপহরণ ॥ ১৭ লাখ টাকাসহ সাত পুলিশ আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কম্বল ব্যবসায়ী আবদুল গফুর অপহরণের অভিযোগে সেনাবাহিনীর একটি দল ১৭ লাখ টাকাসহ গোয়েন্দা পুলিশের সাত সদস্যকে আটক করেছে। আটককৃতরা কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য। টেকনাফের সাবরাং ত্রাণকেন্দ্রের দায়িত্বে নিয়োজিত মেজর নাজিম আহমেদের নেতৃত্বে সেনা সদস্যরা বুধবার ভোরে ডিবির ওই দলটিকে আটক করে। জানা গেছে, টেকনাফ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল গফুরকে মঙ্গলবার সকালে ডিবি পুলিশের একটি দল ধরে নিয়ে যায়। এরপর মুক্তিপণ হিসেবে দাবি করে ৫০ লাখ টাকা। অনেক দর কষাকষির পর আটক ব্যবসায়ীর স্বজনরা ১৭ লাখ টাকা দিতে সম্মত হয়। পরে আবদুল গফুরের বড় ভাই টেকনাফ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান বিষয়টি সেনাবাহিনীকে জানান এবং তাদের সহযোগিতা চান। এদিকে ১৭ লাখ টাকা গ্রহণ করে বুধবার ভোরে মেরিন ড্রাইভ এলাকায় গফুরকে ছেড়ে দিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় ডিবি পুলিশের দল। পথিমধ্যে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকার লম্বরি সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে ডিবির গাড়িটি সঙ্কেত দিয়ে থামানো হয়। গাড়ি থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা ১৭ লাখ টাকা উদ্ধার ও সাতজনকে আটক করে তাদের সাবরাং সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয়। খবর পেয়ে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সেনাবাহিনী ক্যাম্পে হাজির হন। মেজর নাজিম আহমেদ বলেন, আটককৃত পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানানোর পর তাদের ছেড়ে দেয়া হয়েছে। সাত ডিবি সদস্যকে জেলা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। সাময়িক বরখাস্ত ॥ টেকনাফে এক ব্যবসায়ীকে জিম্মি করে ১৭ লাখ টাকা আদায়ের পর সেনাবাহিনীর হাতে আটক জেলা গোয়েন্দা পুলিশের সাত সদস্যকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। সাময়িক বরখাস্তরা হলো এসআই আবুল কালাম আজাদ, এসআই মোঃ মনিরুজ্জমান, এএসআই মোঃ ফিরোজ, এএসআই মোস্তফা কামাল, এএসএই মোঃ আলাউদ্দিন, কনস্টেবল মোস্তফা আজম ও মোঃ আল আমিন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
×