ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিদেশে বিনিয়োগ করতে পারে দেশীয় উদ্যোক্তারা

প্রকাশিত: ০২:৪০, ২৫ অক্টোবর ২০১৭

বিদেশে বিনিয়োগ করতে পারে দেশীয় উদ্যোক্তারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শর্তসাপেক্ষে দেশীয় উদ্যোক্তারা বিদেশে বিনিয়োগ করার সুযোগ পাবেন। এই প্রথমবারের মতো দেশের আকিজ গ্রুপকে বিদেশে বিনিয়োগের অনুমতি দিল সরকার। তারা মালয়েশিয়ায় স্থাপিত শিল্পপ্রতিষ্ঠান অধিগ্রহণের জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় ১৬০ কোটি টাকা) নিয়ে যেতে পারবে। জানা গেছে, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুসারে সভার আকিজ জুট মিলস লিমিটেডের নামে পরিচালিত এক্সপোর্টার্স রিটেনশন কোটা হিসেবে স্থিতি থাকা সাপেক্ষে তা থেকে প্রস্তাবিত অনিবাসী সাবসিডিয়ারি আকিজ রিসোর্সেস এসডিএন বিএইচডির অনুকূলে মালয়েশিয়ায় ইকুইটি ইনভেস্টমেন্ট বাবদ ২০ মিলিয়ন ডলার পাঠাতে পারবে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপনের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) কামরুন নাহার আহমেদ স্বাক্ষরিত প্রস্তাবনায় বলা হয়, বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের মতামত চাওয়া হয়। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ আহমেদ জামালকে প্রধান কওে বাংলাদেশী উদ্যোক্তা কর্তৃক বিদেশে বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাব মূল্যায়ন কমিটি (পিইসি) গঠন করা হয়। ওই কমিটি বিদেশী বিনিয়োগকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দিক যাচাই-বাছাই করে সম্প্রতি আকিজ গ্রুপ কর্তৃক মালয়েশিয়ায় বিনিয়োগের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে এর সঙ্গে ১৩টি শর্ত জুড়ে দেয়া হয়েছে। এই শর্তে উল্লেখ রয়েছে, বিনিয়োগকৃত অর্থের হিসাব সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে হবে, শতভাগ লভ্যাংশ দেশে ফেরত আনতে হবে এবং মালয়েশিয়ায় স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ দিতে হবে।
×