ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে আদিবাসীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০০:১৬, ২৫ অক্টোবর ২০১৭

ঠাকুরগাঁওয়ে আদিবাসীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সদর উপজেলার ফকদনপুর গ্রামে সুধির পাহান (৪২) নামে মৃত্যূর দুইদিন পর বুধবার এক আদিবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে। বুধবার সকাল ১১টায় ফকদরপুর গ্রামের ফয়জুল ইসলামের দরজা বন্ধ একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, গত দেড় বছর ধরে ওই গ্রামে বসবাস করছিল সুধির। সে দিন মজুরীর কাজ শেষে ফয়জুল ইসলামের একটি পরিত্যাক্ত ঘরে রাত কাটাতো। বুধবার সকাল থেকে দরজা বন্ধ ওই ঘর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙ্গে মরদেহটি উদ্ধার করে। ওই বাড়ির মালিক জানায়, গত সোমবার সকালের পর থেকে তার সাথে আর দেখা হয়নি। পুলিশের ধারনা, গত দুদিন আগে সুধির পাহান মারা গেছে। সে কারণে লাশের দুর্গন্ধ বের হচ্ছিল। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে ।
×