ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিএনপির নেতা মশিউরের ১০ বছরের সাজা

প্রকাশিত: ২২:১০, ২৫ অক্টোবর ২০১৭

বিএনপির নেতা মশিউরের ১০ বছরের সাজা

অনলা্ইন ডেস্ক ॥ আজ বুধবার যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল দুর্নীতি দমন কমিশন দুদকের এক মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মশিউর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এছাড়া আদালত তার জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার রায় দিয়েছে। ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ নিতাই চন্দ্র সাহা বুধবার নয় ব্ছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। কারাদণ্ড ছাড়াও আদালত তাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও নয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ রায় ঘোষণার পর ঝিনাইদহ জেলা বিএনপি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা বেলা ১২টা পর্যন্ত জেলাব্যাপী হরতাল ডেকেছে। মশিউর ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি। এর আগে তিনি দলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহিদুর রহমান ন্যায়বিচার পেয়েছেন জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
×