ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহপরীর দ্বীপে ডুবন্ত নৌকা থেকে প্রাণে বাঁচলো ৩৫ রোহিঙ্গা

প্রকাশিত: ১৮:০৬, ২৫ অক্টোবর ২০১৭

শাহপরীর দ্বীপে ডুবন্ত নৌকা থেকে প্রাণে বাঁচলো ৩৫ রোহিঙ্গা

অনলাইন ডেস্ক ॥ কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় সাগরে রোহিঙ্গাবাহী ডুবন্ত এক নৌকা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন অন্তত ৩৫ জন রোহিঙ্গা। আজ বুধবার ভোর ৪টার দিকে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকায় অল্পের জন্য রক্ষা পায় চরে আটকে ডুবতে থাকা নৌকায় থাকা এই রোহিঙ্গারা। পরে উদ্ধারকৃত নারী, শিশু ও পুরুষদের স্থানীয় দাংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়। এরআগে গত ১৫ অক্টোবর সর্বশেষ নৌকাডুবির ঘটনায় ১৪ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় আবদুল মাবুদ ও হুমায়ুন রশীদ জানিয়েছেন, ফজরের নামাজের আগে শাহপরীর দ্বীপ এলাকায় একটি নৌকা চরে আটকে ডুবে যাচ্ছে বলে খবর আসে। দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়। তারা ডুবন্ত নৌকাটি থেকে রোহিঙ্গা নারী-শিশুদের দ্রুত নামিয়ে ডাঙায় নিয়ে আসেন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বলেন, নৌকাটি চরে এসে আটকা পড়ে ডুবে যাচ্ছিল। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কূলে নিয়ে আসে। গত ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সাগরে রোহিঙ্গা বোঝাই ছোট-বড় ২৬ নৌকাডুবির ঘটনায় ১৮৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৮৫ জন রোহিঙ্গা। অন্য জন বাংলাদেশি নৌকার মাঝি।
×