ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুলাওয়ে টেস্টে উইন্ডিজের জয়

প্রকাশিত: ০৮:১৩, ২৫ অক্টোবর ২০১৭

বুলাওয়ে টেস্টে উইন্ডিজের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ দুদিনে ৪৩৪ রান তাড়া করে জিততে হলে নতুন রেকর্ড গড়তে হতো, জিম্বাবুয়াইনরাও হয়ত তেমনটা আশা করেনি। তবু দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে তাদের দারুণ শুরু সম্মানজনক সমাপ্তির ইঙ্গিত ছিল। কিন্তু ম্যাচের নায়ক দেবেন্দ্র বিশু ও রোস্টন চেজের দুরন্ত বোলিংয়ের মুখে সেটি আর হয়ে ওঠেনি। চতুর্থ দিনের একেবারে শেষ বেলায় স্বাগতিকরা অলআউট ৩১৬ রানে। বুলাওয়ে টেস্টে ১১৭ রানের বড় জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। উল্লেখ্য ফল নির্ধারণের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় এবং মাঠে পর্যাপ্ত আলো থাকায় চতুর্থ দিনে খেলার সময় আধাঘণ্টা বাড়ানো হয়। সংক্ষিপ্ত স্কোর : ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ২১৯/১০ ও ২য় ইনিংস : ১২৬ ওভারে ৩৭৩/১০ (আগের দিন ৩৬৯/৮; চেজ ৯৫, রোচ ০, গ্যাব্রিয়েল ০*; জার্ভিস ২/৬৬, পুফু ০/৩০, উইলিয়ামস ৩/৯১, ক্রেমার ৪/১১৪, রাজা ১/৫৩, মিরে ০/৫, ওয়ালার ০/৯) জিম্বাবুয়ে ১ম ইনিংস : ১৫৯/১০ ও ২য় ইনিংস : ৯০.৪ ওভারে ৩১৬/১০ (লক্ষ্য ৪৩৪; মাসাকাদজা ৫৭, মিরে ৪৭, অরভিন ১৮, টেলর ৭৩, উইলিয়ামস ৬, রাজা ৩০, ওয়ালার ১১, চাকাভা ১, ক্রেমার ৯, জার্ভিস ২৩*, পুফু ৩৩; রোচ ১/৩৪, গ্যাব্রিয়েল ০/৫০, হোল্ডার ০/৩৪, বিশু ৪/১০৫, চেজ ২/৬১, ব্রেথওয়েট ১/৩০) ফল: ওয়েস্ট ইন্ডিজ ১১৭ রানে জয়ী ম্যান অব দা ম্যাচ : দেবেন্দ্র বিশু সিরিজ : দুই টেস্টেও সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০ তে এগিয়ে
×