ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গিরিজা দেবী আর নেই

প্রকাশিত: ০৮:১০, ২৫ অক্টোবর ২০১৭

শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গিরিজা দেবী আর নেই

বিডিনিউজ ॥ উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের খ্যাতিমান শিল্পী বিদুষী গিরিজা দেবী মারা গেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে কলকাতার বিএম বিড়লা হাসপাতালে তার মৃত্যু হয় বলে আনন্দবাজারসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। ৮৮ বছর বয়সী গিরিজা দেবী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বেনারস ও সেনিয়া ঘরানার শিল্পী গিরিজা দেবী ১৯২৯ সালে বারানসীতে জন্মগ্রহণ করেন। হিন্দুস্তানী ধ্রুপদী সঙ্গীতকে তিনি ভিন্ন এক মাত্রা এনে দিয়েছিলেন। ছয় দশকের বেশি বর্ণাঢ্য সঙ্গীত জীবনে গিরিজা দেবী অর্জন করেছেন বহু পুরস্কার ও সম্মাননা, যার মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার এবং সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ। প্রতিষ্ঠাকাল থেকে কলকাতা আইসিটি সঙ্গীত রিসার্চ একাডেমিতে সঙ্গীত গুরু ছিলেন তিনি। ঢাকায় বেঙ্গল ক্লাসিক্যাল উৎসবে তিনবার এসেছিলেন দেবী গিরিজা প্রসাদ।
×