ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মৃত্যুর কারণ দূষণ

প্রকাশিত: ০৫:৫৭, ২৫ অক্টোবর ২০১৭

মৃত্যুর কারণ দূষণ

যুক্তরাজ্যভিত্তিক চিকিৎসা বিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে ২০১৫ সালে দূষণজনিত রোগে ভুগে প্রায় ৯০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে প্রতি ছয় জনের মৃত্যু ক্ষেত্রে একজনের মৃত্যু ঘটছে পরিবেশ দূষণের কারণে; আর বাংলাদেশ ও সোমালিয়ার পরিস্থিতি এ দিক দিয়ে সবচেয়ে খারাপ বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। বাংলাদেশ ও সোমালিয়ায় মোট মৃত্যুর প্রায় ২৮ শতাংশ পরিবেশ দূষণজনিত রোগের কারণে হয়। দূষণে ব্রুনাইয়ে সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়। দেশটিতে মোট মৃত্যুর মাত্র আড়াই শতাংশের কারণ পরিবেশ দূষণ, সুইডেনে এই হার প্রায় চার শতাংশ। দূষণজনিত মৃত্যুতে সবচেয় বড় ভূমিকা বায়ু দূষণের, যা মোট মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশ। প্রতি বছর বায়ু দূষণের কারণে ৬৫ লাখ মানুষের মৃত্যু হয়। অধ্যাপক ফিলিপ ল্যান্ডরিগান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের চেয়ে পরিবেশ দূষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এটা নানা দিক দিয়ে মানবজাতির স্বাস্থ্য ও সুস্থতার ওপর একটি গভীর ও বিস্তৃত হুমকি।’
×