ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টিম ম্যানেজারের রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা

ক্যাসিনোতে তাসকিন, নাসির, শফিউল

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ অক্টোবর ২০১৭

ক্যাসিনোতে তাসকিন, নাসির, শফিউল

স্পোর্টস রিপোর্টার ॥ দল একের পর এক ম্যাচে হারছে। লজ্জা পাচ্ছে। দল বিধ্বস্ত অবস্থায় আছে। দলের এমন অবস্থায় দেশের ক্রিকেটপ্রেমীদের মনও ভাল নেই। অথচ এসব যেন গায়েই মাখছেন না তাসকিন আহমেদ, নাসির হোসেন ও শফিউল ইসলাম। তাই তো তারা টেস্টের পর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরও দক্ষিণ আফ্রিকায় ক্যাসিনোতে যান। যেন কিছুই হয়নি! তাদের ক্যাসিনো যাওয়া এখন পুরো দেশেই তোলপাড় লেগে গেছে। এমন সময়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, টিম ম্যানেজারের রিপোর্ট পাওয়ার পরই ব্যবস্থা নেবেন। পাপন মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘নিউজ হওয়ার মতো ব্যাপার হয়েছে। কারণ ওরা ক্যাসিনোতে গেছে। কিন্তু ক্যাসিনোতে মানুষ যায় খেলতে। ওরা খেলতে যায়নি। সকলেই বলছে ওরা খেলেনি। ওখানে নাকি অন্যান্য জিনিস খাওয়া-দাওয়া সবই ছিল। মলের মতো তো ওখানে কয়েকটা মেশিন বসানো থাকে। সেজন্য হতে পারে। টিম ম্যানেজারের লিখিত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কথা বলতে চাই না। একটা খেলোয়াড় হলে কিছু করা যেত। তিনটা খেলোয়াড় যেহেতু, এখনই কিছু বলছি না। অবশ্যই এটা তদন্ত করে যেটা দেখা হবে এবং ব্যবস্থা নেয়া হবে।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা লিখিত রিপোর্ট এখনও পাইনি। যে খবরটা পেয়েছি আজ (মঙ্গলবার) বোর্ডে এসেই। খেলোয়াড়রা রাত ১০টার পর বাইরে থাকতে পারে না। টিম হোটেলের সামনেই একটা শপিং মল আছে। ওখানটায় নাকি খেতে গিয়েছিল ওরা। যাওয়ার পর ডি ভিলিয়ার্স ও রাবাদার সঙ্গে দেখা হয় ওদের। ওখানে গল্প করে, ওদের সঙ্গেই ওরা ক্যাসিনো গিয়েছে। খেলতে যায়নি বা খেলেনি ওরা। ১০টার মধ্যে ফেরার কথা, ১০টা ৩৪-এ হোটেলে পৌঁছেছে ওরা। তারপরও যেহেতু এখন সিরিজ চলছে এবং টিম ম্যানেজারের রিপোর্ট পাব। রিপোর্ট দেখার পরে যা করার তাই করব।’ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৬ উইকেটের ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচে কিম্বার্লিতে ১০ উইকেটে হেরেছে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ হারে ১০৪ রানের ব্যবধানে। সিরিজের শেষ ওয়ানডেতে তো আরও খারাপ অবস্থা। বাংলাদেশের ২০০ রানের হার হয়েছে। এমন অবস্থায় আবার ক্যাসিনোতে গেছেন তাসকিন, শফিউল, নাসির। এ নিয়েই এখন যত আলোচনা চলছে। চলারই কথা।
×