ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বুলাওয়ে টেস্ট, জয় দেখছে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ অক্টোবর ২০১৭

বুলাওয়ে টেস্ট, জয় দেখছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বুলাওয়ে টেস্টের দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৭৩ রানের বড় স্কোর গড়ে জিম্বাবুইয়েকে ৪৩৪ রানের অসম্ভব লক্ষ্য ছুড়ে দিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে অতিথিরা অলআউট হয় ২১৯ রানে, জিম্বাবুইয়ে ১৫৯ রানে। জিততে হলে নতুন রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের। টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রানের বেশি করে জয়ের নজির নেই। জবাব দিতে নেমে জিম্বাবুইয়ের শুরুটা অবশ্য মন্দ হয়নি। মঙ্গলবার চতুর্থদিনের তৃতীয় সেশনে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২২৩ রান। দীর্ঘদিন পর ফেরা সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর ৫৭ রান নিয়ে ব্যাট করছিলেন। হ্যামিল্টন মাসাকাদজা ৫৭ ও সুলেমান মিরে ৪৭ রান করে আউট হন। এর আগে দ্বিতীয় ইনিংসে উইন্ডিজের বড় সংগ্রহের রূপকার ক্রেইগ ব্রেথওয়েট (৮৬) ও রোস্টন চেজ (৯৫)। ৪৩ রানে ফিরে যান কাইল হোপ। ব্রেথওয়েট এরপর শাই হোপকে নিয়ে গড়েন ৬৭ রানের জুটি। ব্রেথওয়েটের সেঞ্চুরিটা যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার তখনই তাকে থামান সিকান্দার রাজা। ২২৯ বলে ৮৬ রানে আউট। ওয়েস্ট ইন্ডিজকে এরপর টেনে নেন চেইস। ৪৩ রানে কাইল হোপকে ফেরানো পেসার কাইল জার্ভিস ৪৪ রানে ফেরান হোপকেও। এরপর চেইসকে দারুণ সঙ্গ দেন দেবেন্দ্র বিশু (৪৪)। অষ্টম উইকেটে দু’জনের ৯২ রানের জুটিই অতিথিদের বিশাল স্কোরের ভিত গড়ে দেয়। উল্লেখ্য, চৌদ্দ বছর পর জিম্বাবুইয়ে সফরে দুই টেস্টের সিরিজ খেলছে ক্যারিবীয়রা।
×