ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিসিবি নির্বাচন

একজন ছাড়া সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ অক্টোবর ২০১৭

একজন ছাড়া সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন হবে ৩১ অক্টোবর। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার দিন ছিল মঙ্গলবার। একজন ছাড়া মনোনয়নপত্র সবাই জমা দিয়েছেন। যিনি জমা দেননি তিনি হলেন শেখ ফজলে নাঈম। বাকিরা সবাই জমা দিয়েছেন। আজ মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৮ অক্টোবর আপীল গ্রহণ ও শুনানি হবে। পরেরদিন মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। ৩১ অক্টোবর নির্বাচন শেষে ১ নবেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এবার বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের প্যানেল ছাড়া আর কোন প্যানেল নেই। বোঝাই যাচ্ছে পাপনের প্যানেলই এবার জয়ী হবে। আর কেউই যে প্যানেল ঘোষণা করেনি। আর করবেই বা কিভাবে মনোনয়নপত্র জমার দিনই বোঝা গেছে, তার প্যানেল ছাড়া আর কোন প্যানেলই নাই। এবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পাস করার দিকেই ঝুঁকছে নির্বাচন। গতবারের মতো এবারও বেশিরভাগ পরিচালকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। গতবার বিসিবির অধীনস্থ ২৩ পরিচালকের ১৯ জনই নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবারও তেমন হবে কিনা জানা যাবে ২৯ অক্টোবর। সেদিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এবার ক্যাটাগরি ২ থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। ঢাকা প্রিমিয়ার লীগের ১৮ জন এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে ৪০ জন ক্লাব কাউন্সিলরের ভোটে এই ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এই ক্যাটাগরিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই ক্যাটাগরি থেকে নাজমুল হাসানসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন আহমেদ সাজ্জাদুল আলম, এনায়েত হোসেন সিরাজ, মাহবুবুল আনাম, আফজালুর রহমান সিনহা, মনজুর কাদের, জালাল ইউনুস, নজিব আহমেদ, ইসমাইল হায়দার মল্লিক, লোকমান হোসেন ভুঁইয়া, গাজী গোলাম মর্তুজা এবং হানিফ ভুঁইয়া। তবে অন্য দুই ক্যাটাগরি অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং জাতীয় ক্রীড়া পরিষদ, সাবেক ক্রিকেটার, সার্ভিসেস এবং বিশ্ববিদ্যালয়ের কোটায় নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। এই বিভাগে গতবারের নির্বাচিত পরিচালক নাঈমুর রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন গোপালগঞ্জ থেকে, আছেন নরসিংদী থেকে শাহিনুর ইসলাম, মুন্সীগঞ্জ থেকে জুনায়েত হোসেন, নারায়ণগঞ্জ থেকে তানভীর আহমেদ টিটু এবং কিশোরগঞ্জ থেকে আশফাকুল ইসলাম। এ বিভাগেই গোপালগঞ্জের নাঈম মনোনয়নপত্র জমা দেননি। এছাড়া বরিশাল বিভাগ থেকে একটি পরিচালক পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন এবং জমাও দিয়েছেন দু’জন। বোর্ডের সাবেক পরিচালক এম এ আউয়াল চৌধুরী ভুলু এবং বরগুনা জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ আলমগীর হোসেন জমা দিয়েছেন। ২৯ অক্টোবরের মধ্যে দু’জনের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে ৩১ অক্টোবর এই ক্যাটাগরিতে নির্বাচন হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করার দোয়ারে আছেন আকরাম খান (চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা), আ জ ম নাছির উদ্দিন (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা), কাজী ইনাম আহমেদ (যশোর জেলা ক্রীড়া সংস্থা), শেখ সোহেল (খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা), সাইফুল আলম স্বপন চৌধুরী (পাবনা জেলা ক্রীড়া সংস্থা) এবং এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা)। ক্যাটাগরি-৩ এ সাবেক ক্রিকেটারদের মধ্যে থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এখানে নাজমুল হোসেনের প্যানেলে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তিনি মনোয়নপত্র জমা দিয়েছেন। এবার বিসিবির পরিচালনা পর্ষদ হবে ২৫ জনের। এর মধ্যে ক্যাটাগরি-১ এ (জেলা ও বিভাগ) ১০ জন, ক্যাটাগরি-২ এ (ক্লাব) ১২ জন এবং ক্যাটাগরি-৩ এ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) একজনকে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এই ২৩ জন ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক আসবেন ক্রিকেট বোর্ডে। গতবার এনএসসি থেকে তিনজন পরিচালক এলেও এবার একজন কমানো হয়েছে।
×