ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিপিএল ফটবল ॥ প্রথম লেগের খেলা শেষ * ৬৬ ম্যাচে ১৪৬ গোল * পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম আবাহনী, তলানিতে ফরাশগঞ্জ * সর্বোচ্চ গোলদাতা মোহামেডানের কিংসলে * হ্যাটট্রিক ভ্যালেন্সিয়া-রাফায়েলের

লীগ শিরোপা লড়াইয়ে চার দল

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ অক্টোবর ২০১৭

লীগ শিরোপা লড়াইয়ে চার দল

রুমেল খান ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক চিরন্তন সমস্যা, যখনই জমে ওঠে প্রিমিয়ার লীগের খেলা তখনই নানা ছলছুতোয় পিছিয়ে যায় তা। দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি আগে নানা অজুহাতে লীগ পেছাত। এবারও পিছিয়েছে। গত ২৮ জুলাই থেকে লীগ শুরু হয়। যদিও গত ১২ জুনেই মাঠে গড়ানোর কথা ছিল লীগ। লীগ পেছানোর কারণ ছিল সাত ক্লাবের চার আবদার। এগুলো হলো ঃ প্রচ- গরম, সামনে ঈদ, চিকনগুনিয়া জ্বর এবং অনুর্ধ-২৩ দলের ক্যাম্প। এবার লীগ পেছনোর কারণ অবশ্য একাধিক। দ্বিতীয় রেজিস্ট্রেশন উইন্ডো (মধ্যবর্তী দলবদল, ১৫ অক্টোবর-১০ নবেম্বর), জেএফএ অ-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ (১৮-২৮ অক্টোবর), বাংলাদেশ অ-১৯ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প (১৫-২৬ অক্টোবর সাভারের বিকেএসপিতে, এতে লীগের ক্লাবগুলোর খেলোয়াড়দের ছাড়তে হবে। সেটা ক্লাবগুলো মানলেও তাদের ছাড়া আবার লীগ খেলতে নারাজ ক্লাবগুলো) এবং এএফসি অ-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের খেলা (২৭ অক্টোবর-১১ নবেম্বর, তাজিকিস্তানে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ক্লাবগুলোকে তাদের খেলোয়াড়দের ছাড়লেও তাদের ছাড়া লীগ খেলতে রাজি নয়)। একটি সূত্রে জানা গেছে লীগ ফের মাঠে গড়াতে পারে নবেম্বরের প্রথম সপ্তাহ থেকে (এখন লীগের দ্বিতীয়পর্বের সূচী ঘোষণা করেনি বাফুফে)। যে কোন ফুটবল আসর শুরুর তারিখ দিয়ে সেটা বারবার পরিবর্তন করা বা পিছিয়ে দেয়াটা বাফুফের ঐতিহ্য। এ বছরের শুরুতেই তারা মহাসমারোহে ফুটবলের বর্ষপঞ্জিকা ঘোষণা করেছিল। কিন্তু সে বর্ষপঞ্জিকা অনুযায়ী কোন ফুটবল প্রোগ্রামই ঠিকভাবে করতে পারছে না তারা। ট্রেনের যেমন সিডিউল বিপর্যয় হয় তেমনি বাফুফেরও হয়েছে ‘ক্যালেন্ডার বিপর্যয়’। অতীতে কখনও না হলেও এবারই প্রথম দেখা গেছে চিকনগুনিয়ার কারণে লীগ পিছিয়ে গেছে। গত ১৫ অক্টোবর রহমতগঞ্জ-সাইফ এবং আরামবাগ-শেখ রাসেল ম্যাচ দুটির মধ্য দিয়ে বিপিএল ফুটবলের একাদশ রাউন্ড বা প্রথম লেগের খেলা শেষ হয়। এ পর্যন্ত ৬৬ ম্যাচে গোল হয়েছে ১৪৬টি। সবচেয়ে বেশি গোল করেছে শেখ জামাল ১৯টি। সবচেয়ে বেশি গোল হজম করেছে আরামবাগ ২২টি। এগার রাউন্ড পর্যবেক্ষণে দেখা যাচ্ছে ১২ দলের মধ্যে মূলত চারটি দলই শিরোপা লড়াইয়ে আছে। এরা হচ্ছে চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল ধানম-ি, ঢাকা আবাহনী এবং সাইফ স্পোর্টিং ক্লাব। এদের পয়েন্ট হচ্ছে যথাক্রমে ২৬, ২৪, ২৪ এবং ২২। এদিকে রেলিগেশনের লড়াইয়েও আপাতত আছে পাঁচ ক্লাব। এরা হলো : রহমতগঞ্জ (১১ পয়েন্ট), আরামবাগ (৭), মুক্তিযোদ্ধা (৭), ব্রাদার্স (৬) এবং ফরাশগঞ্জ (৬)। পয়েন্ট টেবিলের তলানিতে আছে ‘লালকুঠি’ খ্যাত ফরাশগঞ্জ। অথচ মজার ব্যাপার হচ্ছে তাদের একমাত্র জয়টিই হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিরুদ্ধে (১-০)! লীগ শুরু থেকে অষ্টম রাউন্ড পর্যন্ত তিনটি দলের অবস্থা খুবই নাজুক ছিল। কিন্তু তিন ম্যাচ খেলে জয় কুড়িয়ে নিয়ে দল তিনটি মোটামুটি ভাল অবস্থানে থেকে আপাতত আছে নিরাপদ অবস্থানে। এরা হলো : পঞ্চম স্থানে থাকা মোহামেডান (১৭), ষষ্ঠ স্থানে থাকা শেখ রাসেল (১৬) এবং সপ্তম স্থানে থাকা টিম বিজেএমসি (১৫)। ব্যক্তিগত গোলদাতার লড়াইটাও হচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি আছেন শীর্ষস্থানে। তার গোলসংখ্যা ৭। আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড বুকোলো ওলালেকান এবং চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ ৬ গোল করে যুগ্মভাবে আছেন দ্বিতীয় স্থানে। ৫ গোল করে মিলিতভাবে তৃতীয় স্থানে আছেন তিনজন। এরা হলেন- শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম, বিজেএমসির নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে এবং সাইফ স্পোর্টিংয়ের কলম্বিয়ান ফরোয়ার্ড হেম্বার ভ্যালেন্সিয়া। লীগে এ পর্যন্ত দুটি হ্যাটট্রিক হয়েছে। প্রথমটি করেন সাইফের হেম্বার ভ্যালেন্সিয়া (বিপক্ষ ব্রাদার্স, ২৬ আগস্ট, ফল ৫-০)। দ্বিতীয়টি করেন শেখ জামালের নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোভিন ওনরিভ (বিপক্ষ ফরাশগঞ্জ, ১৩ অক্টোবর, ফল ৫-০)। তবে রাফায়েলের কৃতিত্ব হচ্ছে এই ম্যাচে তিনি করেন চার গোল যা এক ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক গোলের কৃতিত্ব। সবচেয়ে বেশি গোলের (৪টি) যোগানদাতাদের তালিকায় আছেন যুগ্মভাবে চারজন। এরা হলেন ঃ ঢাকা আবাহনীর ওয়ালী ফয়সাল, শেখ জামালের এনামুল হক, আরামবাগের মোহাম্মদ জুয়েল এবং সাইফের জুয়েল রানা। সবচেয়ে বেশি লালকার্ড (২টি) দেখেছেন ব্রাদার্সের মিডফিল্ডার আরিফ খান জয়। সবচেয়ে বেশি হলুদ কার্ড (৫টি) দেখেছেন ফরাশগঞ্জের মিডফিল্ডার মোহাম্মদ উদ্দিন সুজন। এখন দেখার বিষয়, লীগের দ্বিতীয়পর্বের খেলা আবার কবে থেকে শুরু হয় এবং শেষ পর্যন্ত কে জেতে শিরোপা।
×