ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-আয়ারল্যান্ড ‘এ’ দলের ওয়ানডে সিরিজ

তৃতীয় ওয়ানডে সহজেই জিতল বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫২, ২৫ অক্টোবর ২০১৭

তৃতীয় ওয়ানডে সহজেই জিতল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ওয়ানডে বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। মঙ্গলবার আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। তাতে করে পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। সামনে যে দুটি ওয়ানডে রয়েছে যে কোন একটিতে জিতলেই সিরিজ জিতে নেবে বাংলাদেশ। এই দুই দলের মধ্যকার সিরিজে বারবার পরিবর্তন এসেছে। বৃষ্টির জন্য পরিবর্তন করতে হয়েছে। সূচীতে পরিবর্তন করতে হয়েছে। তৃতীয় ম্যাচটি যেমন বৃষ্টিতে পরিত্যক্ত হয়। কিন্তু রিজার্ভ ডে’তে খেলা হওয়ার কথা থাকলে তাতেও পরিবর্তন আসে। শেষ পর্যন্ত মঙ্গলবার হয় ম্যাচটি। ম্যাচটিতে বাঁহাতি পেসার আবু হায়দার রনির (৩/২৯) দুর্দান্ত বোলিংয়ে জিতেও বাংলাদেশ। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে সফরকারীরা। ৩৫.৪ ওভারে ১০৩ রান করতেই অলআউট হয়ে যায় সফরকারীরা। এ্যান্ড্রু বালবির্নি সর্বোচ্চ ৫২ রান করতে পারেন। তিনি ছাড়াও শেন গেটকেটে (২৩) দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। বাকিরা দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি। ৩ উইকেট নেয়া রনির সঙ্গে তানভির হায়দার (২/১৪) ও সানজামুল ইসলামের (২/২৩) অসাধারণ বোলিংয়ে দ্রুতই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ১০৪ রানের জবাবে খেলতে নেমে হেসে খেলেই জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬ রান করে জিতে যায় বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে আট উইকেটে ম্যাচটি জিতে নেয় স্বাগতিকরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাউন্ডারি হাঁকিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন। শান্ত ৪১ রান করেন। জয় পেয়ে মাঠ ছাড়ার সময় শান্তর সঙ্গে থাকা আল-আমিন জুনিয়র ১৪ রানে অপরাজিত থাকেন। এর আগে দুই ওপেনার সাদমান ও এনামুল মিলে ৩৩ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ২০ রানে এনামুল হক বিজয় ফিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সাদমানও ফিরে যান ২৪ রান করে। আইরিশ বোলারদের মধ্যে পিটার চেজ ও জর্জ ডকরেল প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। সিরিজের চতুর্থ ওয়ানডে বুধবার এবং পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। যে কোন একটি ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশ ‘এ’ দলের। স্কোর ॥ তৃতীয় ওয়ানডে আয়ারল্যান্ড ইনিংস ১০৩/১০; ৩৫.৪ ওভার (বালবির্নি ৫২, শেন ২৩; রনি ৩/২৯)। বাংলাদেশ ইনিংস ১০৬/২; ২৩ ওভার (শান্ত ৪১*, সাদমান ২৪, বিজয় ২০, আল-আমিন জুনিয়র ১৪*)। ফল ॥ বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ আবু হায়দার রনি (বাংলাদেশ ‘এ’ দল)।
×