ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য কোন স্বাস্থ্য ঝুঁকি নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ অক্টোবর ২০১৭

রোহিঙ্গাদের জন্য কোন স্বাস্থ্য ঝুঁকি নেই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের কারণে বাংলাদেশ কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে নেই। কারণ জটিল রোগে আক্রান্ত রোহিঙ্গাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যাতে এসব রোগ ছড়িয়ে পড়তে না পারে। মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আমি শুনেছি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের এইচআইভি ভাইরাসসহ নানা রকম জটিল রোগ রয়েছে। অনেকে আশঙ্কা করছেন রোহিঙ্গাদের মাধ্যমে এসব জটিল রোগ ছড়িয়ে পড়বে। যাতে করে এসব রোগ ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের চিকিৎসার সুব্যবস্থা নেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিয়ানমারের আরাকান রাজ্যে কোন ক্লিনিক নাই। ন্যূনতম কোন চিকিৎসা ব্যবস্থা নেই সেখানে। জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। তাদের দেশে ভ্যাকসিন দেয়ার কোন ব্যবস্থা নেই। আমরা তাদের আশ্রয় দিয়েছি, আমরা তাদের খাওয়ার ব্যবস্থা করেছি এবং চিকিৎসা সেবা দিচ্ছি। তিনি বলেন, জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নসহ বড় বড় শক্তি দাবি করেছে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে হবে। বর্তমান সরকার এখন সে কাজটি করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডাঃ সৈয়দ মঞ্জুরুল হক, শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়তুন বিনতে সোলেমানসহ হাসপাতালের দেশী-বিদেশী চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। নিয়োগ পেলেন হত্যার শিকার জাকিয়া সুলতানা রুপার ছোট বোন পপি খাতুন ॥ চলন্তবাসে ধর্ষণের পর হত্যার শিকার জাকিয়া সুলতানা রুপার ছোট বোন পপি খাতুনকে চাকরি নিয়োগপত্র দেয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্ত প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের অফিস সহকারী পদে নিয়োগ পেয়েছেন পপি। আগামী ১৫ নবেম্বর তিনি কর্মস্থলে যোগদান করবেন। বুধবার এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে অফিসে পপির হাতে নিয়োগপত্র তুলে দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ এহসানুল কবির। গত ১ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের তাড়াশে নিহত রুপার বাড়িতে গিয়ে তার ছোট বোনকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি প্রদান এবং তার বায়োডাটা গ্রহণ করেন। নিয়োগপত্র অনুযায়ী মারুফা আক্তার পপি এসেনশিয়াল ড্রাগস কোম্পানির অফিস সহকারী পদে এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। এ সময় তার বেতন ধরা হয়েছে ১১ হাজার টাকা। সঙ্গে আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন তিনি। তবে এক বছর পর চাকরি স্থায়ী হলে তার বেতন হবে ২৩ হাজার টাকা।
×