ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন রবিবার ॥ শোডাউনের প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৪৬, ২৫ অক্টোবর ২০১৭

খালেদা জিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন রবিবার ॥ শোডাউনের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে কক্সবাজারের উখিয়া যাওয়ার পথে বিভিন্ন এলাকায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ব্যাপক শোডাউন করে স্বাগত জানাবেন দলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় বিএনপির নির্দেশ পেয়ে এ জন্য ইতোমধ্যেই বিভিন্ন জেলা-উপজেলা বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি শুরু করে দিয়েছে। আগামী রবিবার উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ জন্য ঢাকা থেকে শনিবার বেলা ১১টায় রওনা দেবেন তিনি। বিকেলে কিছুক্ষণ ফেনীতে যাত্রাবিরতি দিয়ে শনিবার তিনি চট্টগ্রাম শহরে শনিবার রাত্রি যাপন করবেন। জানা যায়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া উখিয়া শরণার্থী শিবির পরিদর্শনের জন্য যাত্রাপথে ডেমরা, সোনারগাঁ, কুমিল্লার দাউদকান্দি, গৌরীপুর, চান্দিনা, ময়নামতি, কুমিল্লা বিশ্বরোড, ফেনী ও চট্টগ্রাম গেট, পটিয়া, সাতকানিয়া ও রামুসহ বিভিন্ন এলাকায় ব্যাপক শোডাউন করবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এদিকে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো জানাতে মঙ্গলবার বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শরণার্থী রোহিঙ্গা জনগণের অমানবিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য খালেদা জিয়া উখিয়া যাবেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুসারে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ৭ নবেম্বর ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালন করবে বিএনপি। বৈঠকে সম্প্রতি চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ এবং অবিলম্বে মূল্য হ্রাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ ছাড়া দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সমবেদনা এবং প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বৈঠকে খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় গ্রেফতারি পরোয়ানার নিন্দা জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং কারাবন্দীদের মুক্তি দাবি করা হয়। ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান এবং বিএনপি নেতা শাহাদাতের গুম হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং তাদের খুঁজে বের করে পরিবারের নিকট হস্তান্তরের দাবি জানানো হয়। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের কারণে নিজ ভূমি ছেড়ে রোহিঙ্গারা কক্সবাজারে আশ্রয় গ্রহণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি। একই সঙ্গে বিতাড়িত রোহিঙ্গা অসহায় শিশু, নারী, পুরুষদের সাময়িকভাবে আশ্রয়, খাদ্য ও চিকিৎসা প্রদানের জন্য সরকার এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়।
×