ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন ফিচার নিয়ে ফেসবুক

প্রকাশিত: ০৫:৪০, ২৫ অক্টোবর ২০১৭

নতুন ফিচার নিয়ে ফেসবুক

ব্যবহারকারীদের একজনকে অন্যজনের সঙ্গে আরও ভালভাবে পরিচয় করিয়ে দিতে নতুন একটি ফিচার বানিয়েছে ফেসবুক। ‘ফান ফ্যাক্টস’ নামের এই ফিচার ব্যবহারকারীদের তাদের প্রোফাইলে হয়ত শেয়ার করা হতো না এমন ব্যক্তিগত তথ্য প্রকাশে উৎসাহ দেবে। সেই সঙ্গে এই ফিচার ব্যবহারকারীকে বিভিন্ন প্রশ্ন তৈরির আমন্ত্রণও জানায়। এসব প্রশ্ন অন্য যে কেউ উত্তর দিতে পারবেন, এমনকি কেউ বন্ধু তালিকায় না থাকলেও। ফান ফ্যাক্টসের নির্দেশনা পেইজে বলা হয়, ‘আপনার সম্পর্কে মানুষকে জানতে সহায়তায় এই প্রশ্নগুলোর যে কোনটির জবাব দিন।’ এর মাধ্যমে ব্যবহারকারীরা চেনেন না এমন লোকদের সঙ্গে যোগাযোগে উৎসাহ দেয়া হয়। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ‘আপনার তৈরি প্রশ্নগুলো প্রকাশ্য থাকবে, তাই যে কেউ এর জবাব দিতে পারবে।’ ব্লেইক সুজাকি নামের এক ব্যবহারকারী ক্রিয়েট এ কোশ্চেন পেইজের একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন। ‘মেয়োনইজ কি কোন যন্ত্র?’-এ প্রশ্ন তৈরির চেষ্টা চালান তিনি। ফেসবুক এটি ব্লক করে দেয় ও প্রশ্নটিকে ‘বাতিল’ বলে আখ্যা দেয়। ফেসবুক কেন এই প্রশ্ন করতে দেয়নি তা স্পষ্ট নয়। এ থেকে আভাস পাওয়া যায়, প্রতিষ্ঠানটি হয়ত ব্যবহারকারীদের সম্পর্কে জানাবে এমন প্রশ্নগুলোই তৈরি করতে হবে।-ইন্ডিপেনডেন্ট
×