ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাবেক হকি তারকা খাজা রহমতউল্লাহর অকাল মৃত্যু

প্রকাশিত: ০৫:৪০, ২৫ অক্টোবর ২০১৭

সাবেক হকি তারকা খাজা রহমতউল্লাহর অকাল মৃত্যু

স্পোর্টস রিপোর্টার ॥ মৃত্যু বড়ই নিষ্ঠুর, রহস্যময়। নইলে তরতাজা, প্রাণচাঞ্চল্যে ভরপুর একটা মানুষ এভাবে চলে যেতে পারে! বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক, কৃতী খেলোয়াড় খাজা রহমতউল্লাহ (৫৫) আর নেই। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফিরছিলেন। পথে হঠাৎই অসুস্থবোধ করেন। ওই অবস্থাতেই তাকে ঢাকার শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। সেখানেই চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। আজ সকাল ১০টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা আবাহনী লিমিটেড ক্লাব মাঠে। গত ১১-২২ অক্টোবর পর্যন্ত ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ হকির দশম আসর। দীর্ঘ ৩২ বছর পর এই আসর আয়োজনে বাহফের চ্যালেঞ্জ ছিল অনেক। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বাহফের আর সবার মতো এই কয়েকটা দিন প্রচ- ব্যস্ততায় পার করেছিলেন দীর্ঘদিন ধরেই বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসা খাজা রহমতউল্লাহ। তাঁর খেলোয়াড়ী জীবন ছিল বর্ণাঢ্য। খেলোয়াড়ী ক্যারিয়ার শেষ করেও হকি ছাড়েননি। এই খেলাটির সঙ্গেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিলেন জীবনের শেষ ক্ষণটি পর্যন্ত। আবাহনী ক্রীড়া চক্রের হয়ে স্টিক হাতে মাঠ মাতানো এই সাবেক খেলোয়াড়টির হকি ফেডারেশনের আসন্ন নির্বাচনে অংশ নেয়ারও কথা ছিল। কিন্তু তার আগেই তিনি পাড়ি জমালেন না-ফেরার দেশে। জাতীয় দলের নিয়মিত এই সাবেক সদস্য বাংলাদেশ জাতীয় হকি দলের অধিনায়কত্বও করেছেন। তাঁর অকাল মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি, ঢাকা আবাহনী লিমিটেড, সম্মিলিত ক্রীড়া পরিবারসহ অনেক সংগঠন শোক প্রকাশ করেছে।
×