ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতা ঘোষণা নিয়ে কাল বৈঠকে বসছে কাতালান পার্লামেন্ট

প্রকাশিত: ০৫:২৫, ২৫ অক্টোবর ২০১৭

স্বাধীনতা ঘোষণা নিয়ে কাল বৈঠকে বসছে কাতালান পার্লামেন্ট

কাতালান কর্মকর্তারা স্প্যানিশ সরকারের নির্দেশ মানবেন না বলে জানিয়েছেন কাতালোনিয়ার এক উর্ধতন কর্মকর্তা। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চলটির নিয়ন্ত্রণ গ্রহণে মাদ্রিদের প্রস্তুতির মুখে তিনি এ কথা জানিয়েছেন। খবর বিবিসির। আঞ্চলিক সরকারের এক মুখপাত্র বলেছেন, কেন্দ্রীয় সরকার কাতালানের বিরুদ্ধে কাজ করছে। তিনি বলেন, স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় আঞ্চলিক সরকারকে উৎখাত করার পরিকল্পনা ঘোষণা এবং পার্লামেন্টের ক্ষমতা খর্ব করে দিয়েছেন। এদিকে কাতালান পার্লামেন্ট বৃহস্পতিবার এক জরুরী বৈঠকে বসছে। ধারণা করা হচ্ছে, স্বাধীনতাপন্থী নেতারা এই বৈঠকে একতরফাভাবে আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা দেবেন। শুক্রবার স্পেনের সিনেট কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত আঞ্চলিক নির্বাচনের অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে। কাতালান সরকারের প্রেসিডেন্ট কার্লেস পুজদামন স্বাধীনতা ঘোষণার পথ পরিহার করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। শনিবার স্পেনের প্রধানমন্ত্রী রাহয় সংবিধানের ১৫৫ ধারা কার্যকর করার কথা ঘোষণা করেন। এটি একটি অভূতপূর্ব পদক্ষেপ, যা দেশের স্বায়ত্তশাসিত অঞ্চলের যে কোন সঙ্কটে সরাসরি শাসন জারি করতে ক্ষমতা দিয়েছে। তবে কাতালান সরকার জানিয়েছে, তারা কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনা মানবেন না।
×