ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমানো হবে

প্রকাশিত: ০৫:২৫, ২৫ অক্টোবর ২০১৭

সিঙ্গাপুরে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমানো হবে

বিশ্বে যানবাহন কেনার সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর অন্যতম সিঙ্গাপুর আগামী বছর থেকে সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা হ্রাস করবে। কিন্তু সরকার এর সঙ্গে জনপরিবহন বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেছে। খবর এএফপির। স্থল পরিবহন কর্তৃপক্ষ (এলটিএ) বলেছে, গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এগুলো প্রতিবছর শূন্য দশমিক ২৫ শতাংশ করে কমিয়ে আনা হবে। এ পদক্ষেপ শুরু হবে ফেব্রুয়ারিতে। ৫৬ লাখ জনঅধ্যুষিত সমৃদ্ধ এ নগর রাষ্ট্রে এর মধ্যেই কিছু যান বিক্রির ওপর কোটা আরোপ করা হয়েছে। যান চলাচলের জন্য সড়কও নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এতে করে ব্যাপক যানজটের কিছুটা নিরসন হয়েছে। সিঙ্গাপুরে ২০১৬ সালের শেষের দিকে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল ৬ লাখের বেশি। এলটিএ সোমবার এক বিবৃতিতে বলেছে, সিঙ্গাপুরের মোট ভূমির ১২ শতাংশ সড়কপথ রয়েছে এবং সড়কপথ সম্প্রসারণ সীমিত হয়ে পড়েছে। তারপরও সরকার বলেছে, মেট্রোসহ পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নত করার জন্য আগামী ৫ বছরে ২ হাজার ৮শ’ কোটি এসজি ডলার ব্যয় করা হবে।
×