ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিলেটে পাথর উত্তোলন বন্ধে স্মারকলিপি

প্রকাশিত: ০৪:২৯, ২৫ অক্টোবর ২০১৭

সিলেটে পাথর উত্তোলন বন্ধে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ অবৈধভাবে পাথর উত্তোলন এবং নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেট জেলা কমিটি সিলেট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি এ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, এ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, সম্পাদক এ্যাডভোকেট শাহ সাহেদা আখতার, সদস্য এ্যাডভোকেট জাকিয়া জালাল। স্মারকলিপিতে বিভিন্ন দাবি বাস্তবায়নের কথা উল্লেখ করে বলা হয়, কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং ও লোভাছড়ায় অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে পরিবেশ ও প্রতিবেশগত অবস্থা এবং জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলনকালে শাহ আরেফিন টিলা, জাফলং, বিছনাকান্দি ও লোভাছড়ায় গত ২৩ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এই ৯ মাসে ২২ জন পাথর শ্রমিক নিহতসহ ১০ জন আহত হয়েছেন। প্রাণহানির পাশাপাশি বিলীন হচ্ছে জনবসতিসহ রাস্তঘাট ও ভূ-খ-। এতে বাংলাদেশের মানচিত্র থেকে উত্তর-পূর্বাঞ্চলের অংশবিশেষ হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাথরবাহী ভারি যান চলাচলের কারণে সিলেট-জাফলং ও সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের অবস্থা অত্যন্ত করুণ। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানির সংখ্যা যেমন বাড়ছে তেমনি অজ্ঞাত সংখ্যক মানুষ পঙ্গুত্ব বরণ করছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা (যৌন হয়রানি) বর্তমানে সর্বত্রই প্রকট আকার ধারণ করছে। মেয়ে শিশু থেকে শুরু করে মধ্য বয়স্ক নারীরাও নির্যাতনের শিকার হচ্ছেন। আজ মেয়ে শিশুর অভিভাবককে চরম আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। এতে মেয়ে, কিশোরী ও নারীদের জীবনের স্বাভাবিকতা মারাত্মকভাবে নষ্ট হচ্ছে যা মানুষিক স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকারক। বিদ্যুতস্পৃষ্টে বেকারি শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ভাঙ্গাগেট এলাকায় বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে শিমুল মোড়ল (২২) নামের এক বেকারি শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে নওয়াপাড়ার ভাঙ্গাগেট এলাকায় বাবু বেকারির শ্রমিক শিমুল মোড়ল কারখানায় বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।
×