ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

শ্রীপুরে পিএসসি পরীক্ষা দেয়া হলো না দুই ছাত্রের

প্রকাশিত: ০৪:২৮, ২৫ অক্টোবর ২০১৭

শ্রীপুরে পিএসসি পরীক্ষা দেয়া হলো না দুই ছাত্রের

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিএসসি পরীক্ষার্থী দু’শিশু মঙ্গলবার দুপুরে নিহত হয়েছে। এ ঘটনায় তাদের অপর এক সহপাঠী এবং নিহত এক শিশুর মা আহত হয়েছে। নিহতরা হলো শ্রীপুর উপজেলার ডুয়াই বাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে সিয়াম (১১) ও শাহজাহানের ছেলে সিহাব (১১)। নিহতরা স্থানীয় ডুয়াই বাড়ি মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। এ বছর তারা পিএসসি (প্রাথমিক সমাপনী) পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। শ্রীপুর মডেল থানার ওসি ও স্থানীয়রা জানান, শ্রীপুরের শাহজাহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠিত মডেল টেস্ট পরীক্ষায় অংশ নেয় এ বছরের পিএসসি পরীক্ষার্থী সিয়াম (১১), সিহাব (১১) ও মাজহারুল ইসলাম (১১)। পরীক্ষা শেষে দুপুরে সিহাবের মা আছমা বেগম তার ছেলেসহ ওই তিন পরীক্ষার্থীকে নিয়ে ব্যাটারিচালিত একটি রিক্সায় চড়ে একত্রে বাড়ি ফিরছিলেন। পথে তারা শ্রীপুর-রাজাবাড়ী সড়কের ডুয়াইবাড়ি পূর্বপাড়া ঈদগাহ্ মাঠের পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি টমটমের সঙ্গে তাদের রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিক্সারোহী সিয়াম ও সিহাব নিহত হয় এবং রিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় সিহাবের মা আছমা বেগম (৪০) ও নিহতদের সহপাঠী মাজহারুল ইসলাম (১১) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। নরসিংদীতে দুই আরোহী নিহত স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার চৈতাব মঙ্গলবার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নারায়ণগঞ্জ জেলাধীন আড়াইহাজার উপজেলার নয়াপাড়া গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৫) তার আত্মীয়া উর্মীকে (১৭) নিয়ে মোটরসাইকেলে তার নিজবাড়ি থেকে নরসিংদীর পাঁচদোনার ড্রিম হলিডে পার্কে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। খবর পেয়ে পাঁচদোনা ফাঁড়ি পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
×