ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরীর লাশ ১৩ মাস পর কবর থেকে উত্তোলন

প্রকাশিত: ০৪:২৮, ২৫ অক্টোবর ২০১৭

কিশোরীর লাশ ১৩ মাস পর কবর থেকে উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রামে, ২৪ অক্টোবর ॥ দাফনের ১৩ মাস পর পটিয়ায় এক কিশোরীর লাশ সিআইডি পুলিশ কবর থেকে উত্তোলন করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকা থেকে নূর আয়েশা (১৪) নামের এ কিশোরীর লাশ উত্তোলন করা হয়। সে ওই এলাকার ৩নং ওয়ার্ডের জমির আহমদের মেয়ে। জানা গেছে, ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর নূর আয়েশা পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামে বিষ পান করে। ওই সময় তার মামা মুজিব মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পাঁচলাইশ থানার পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করে। নূর আয়েশারা দুই বোন এক ভাই। তার আরেক বোন নগরীর পাহাড়তলী এলাকার ভাড়া বাসায় থাকতেন। মূলত নূর আয়েশার নানার বাড়ির সম্পত্তি ভাগাভাগি করে বিক্রির জন্য তাদের পরিবারে দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে এলাকার ২/৩ ব্যক্তিসহ নূর আয়েশার নানার বাড়ির সম্পত্তি বিক্রি করার জন্য মা রওশন আরাকে চাপ দেয়া হয়। নূর আয়েশা নগরীর পাহাড়তলী এলাকায় একটি বিউটি পাল্লারের প্রশিক্ষণ নিতেন। মা রওশন আরা বেগম আয়েশার বড় বোনের বাসায় বেড়াতে গেলে জায়গা বিক্রির জন্য চাপ সৃষ্টি করে। এতে তাদের মা রাজি হননি। যার প্রেক্ষিতে গত বছরের ২২ সেপ্টেম্বর আয়েশা বিষ পান করে। ঘটনার দীর্ঘ ৩ মাস পর মা রওশন আরা বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত-১ এ ঘটনা বর্ণনা করে পুনঃতদন্তের জন্য একটি আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে বিচারক পাহাড়তলী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেয় এবং পরবর্তীতে তা মামলা হিসেবে রেকর্ড হয়।
×