ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন গ্যাসকূপ পাওয়ার খবরে আনন্দে ভাসছে ভোলাবাসী

প্রকাশিত: ০৪:২৭, ২৫ অক্টোবর ২০১৭

নতুন গ্যাসকূপ পাওয়ার খবরে আনন্দে ভাসছে ভোলাবাসী

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৪ অক্টোবর ॥ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান পাওয়ার খবরে আনন্দের জোয়ারে ভাসছে ভোলাবাসী। বোরহানউদ্দিন উপজেলায় মুলাইন পত্তন গ্রামে আবিষ্কৃত নতুন গ্যাসকূপ শাহবাজপুর ইস্ট-১ থেকে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধানের কথা জানানোর পর উচ্ছ্বাস প্রকাশ করে ভোলার স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ এই সুসংবাদের খবর দ্রুত ছড়িয়ে দিয়ে তাদের অনুভূতি প্রকাশ করে। এতে গ্যাসসমৃদ্ধ এই দ্বীপ জেলায় উন্নয়নের নতুন দিগন্ত সূচিত হবে বলে মনে করছেন তারা। একই সঙ্গে ভোলার মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে স্থানীরা। এছাড়াও এই গ্যাস বোরহানউদ্দিনবাসীকে গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য সংযোগ দেয়ার দাবি উঠেছে। গত ৬ আগস্ট বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নে এই গ্যাসকূপ খনন কাজের উদ্বোধন করেন। জানা গেছে, ভোলায় প্রথম ১৯৯১ সালে গ্যাসকূপ খনন কাজ শুরু হয়। ১৯৯৫ সালে প্রথম শাহবাজপুর কূপ খনন করে গ্যাস উত্তোলন নিশ্চিত করা হয়। পরে ২০০৯ সালে প্রথম বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করে গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুত কেন্দ্র চালু করা হয়। বর্তমানে ওই গ্যাস ক্ষেত্রের ৪টি কূপ থেকে দৈনিক ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। ইতোমধ্যে গত বছর সিসিমিক জরিপে ভোলায় বিপুল পরিমাণে গ্যাসের মজুদ রয়েছে বলে রিপোর্ট রয়েছে। এ ব্যাপারে সংসদ সদস্য আলী আযম মুকুল বলেন, নতুন গ্যাসকূপের খবর জানার পর আমি আনন্দিত। এই গ্যাসের জন্যই ভোলা সারাদেশের মধ্যে সম্ভাবনাময় একটি জেলা। এ খবরে দেশের মানুষের সঙ্গে জেলার প্রায় ২০ লাখ মানুষ আনন্দের জোয়ারে ভাসছে। তিনি একই সঙ্গে ভোলার বোরহানউদ্দিনের এই প্রাকৃতিক সম্পদ গ্যাস বোরহানউদ্দিন পৌরবাসীকে আবাসিক সংযোগ দেয়ার দাবি জানান। উল্লেখ্য, ইতোমধ্যে সেখানে পাইপ লাইন টানা হয়েছে। এদিকে ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মমিন টুলু বলেন, আমাদের এই প্রাকৃতিক সম্পদ গ্যাস দিয়ে জেলায় অনেক শিল্প-কলকারখানা হবে। এতে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর হবে। ইতোমধ্যে দেশের বড় বড় শিল্পোদ্যোক্তরা এখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তাই নতুন এই গ্যাসকূপ সন্ধানের খবরে আমরা আনন্দিত। জেলা প্রশাসক সেলিমউদ্দিন বলেন, এই গ্যাস ভোলার অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। আগামী দিনে পায়রা বন্দর নির্মাণ সম্পন্ন হলে ও ভোলা-বরিশাল ব্রিজ স্থাপন হলে এখানে গ্যাসভিত্তিক অনেক শিল্প গড়ে উঠবে।
×