ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো-খবর

প্রকাশিত: ০৪:২৭, ২৫ অক্টোবর ২০১৭

টুকরো-খবর

এন্টিরেডিয়েশনমুক্ত মোবাইল টাওয়ার দাবি নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৪ অক্টোবর ॥ মোবাইল টাওয়ার থেকে নির্গত ক্ষতিকারক রেডিয়েশন থেকে বাঁচতে এন্ডিরেডিয়েশন টাওয়ার স্থাপনের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে অগ্নি টিভি নামের একটি ইউটিউব চ্যানেল। এ সময় ভাষা সৈনিক নন্দ দুলাল সাহা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মালেক মিনা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, সাংবাদিক ফয়সাল আহমেদ, সাংস্কৃতিককর্মী বি এম আনোয়ার হোসেন, রেল আব্দুল্লাহ, হাসান ইমাম হিমু, আব্দুস সালাম, তারেক আহম্মেদ জয়। এ সময় বক্তারা বলেন, টাওয়ারের রেডিয়েশন স্বাস্থ্য ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ব্রেন টিউমার ও ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। অগণিত শিশু নানা মানসিক প্রতিবন্ধীতে আক্রান্ত হচ্ছে। তাই নীরব এই ঘাতকের হাত থেকে রক্ষা পেতে এন্টিরেডিয়েশন টাওয়ার স্থাপনের দাবি জানান। ইয়াবা ব্যবসায়ী আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বৈদ্যুতিক চার্জার ফ্যানের ভেতরে করে ইয়াবা পাঠানোর সময় চট্টগ্রামে কুরিয়ার সার্ভিস কাউন্টারে ধরা পড়েছে এক ব্যবসায়ী। কায়সার হামিদ ওরফে নয়ন নামের এ ব্যবসায়ীকে সোমবার রাতে নগরীর কাজীর দেউড়ি এলাকার এসএ পরিবহন কাউন্টার থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে এসএ পরিবহন কাউন্টারে এ অভিযান চালানো হয়। ব্যবসায়ী নয়ন একটি চার্জার ফ্যানের ভেতর করে বিশেষ কৌশলে ১ হাজার ৮শ’ ইয়াবা পার্সেল করছিলেন। পুলিশ তাকে সেখান থেকে আটক করে। ব্যবসায়ী কায়সার হামিদ নয়ন চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজার ভরা পুকুরপাড় এলাকার মোঃ হোসাইন আহমেদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ধরনের ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতির ব্যবসার আড়ালে কারবার করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। কেশবপুরে বিদ্যুতস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৪ অক্টোবর ॥ মঙ্গলবার দুপুরে কেশবপুরে বিদ্যুতস্পৃষ্টে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৮ দিনে চারজনের মৃত্যু ঘটল বিদ্যুতস্পৃষ্টে। উপজেলার বাউশলা গ্রামের আবদুল ওহাব গাজীর ছেলে আবদুল লতিফ গাজী (৩৮) তার পিতার ঘরের উপর থেকে ঝুঁড়ি-বাক আনতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী জানায়, পিতার টিনের ঘরের উপর দিয়ে ত্রুটিপূর্ণ বিদ্যুতের তারের কারণে তার মৃতু্যু হয়েছে। পার্শ্ববর্তী সাজ্জাত আলীর মোটর থেকে অবৈধ পার্শ্ব সংযোগ দেয়া হয়েছে তাদের বাড়িতে। এছাড়া ৬ অক্টোবর উপজেলার মঙ্গলকোট গ্রামের মোমিন গোলদারের ছেলে ফুলদানি তৈরির কারিগর লালু গোলদার (৩৫) নিজ বাড়িতে ফুলদানি তৈরি করার সময় ত্রুটিপূর্ণ মোটরের তারে স্পৃষ্ট হয়ে মারা যান। ১০ অক্টোবর পৌর শহরের সাহাপাড়ার তপন সাহার বাড়িতে কাজ করার সময় নির্মাণ শ্রমিক মশিয়ার রহমান জুয়েল (৩০) এবং ১৯ অক্টোবর উপজেলার মজিদপুর গ্রামের আতিয়ার রহমানের বাড়িতে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিক আবদুল মজিদ খোকনের (৩৪) মৃত্যু হয়। সিলেট স্টাফ রিপোর্টার সিলেট থেকে জানান, সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর শুকনা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম সুহেব আহমদ (৪০)। তিনি হাজীপুর শুকনা গ্রামের বাসিন্দা। জানা যায়, ঘরের কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সুয়েব আহমদ আহত হলে তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৫৭ লাখ টাকাসহ মাদক বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মঙ্গলবার দুপুরে রূপপুর গোলচত্বরে একটি কোচ থেকে ৫৭ লাখ টাকা, ৫৭০ গ্রাম হেরোইনসদৃশ বস্তু, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ডসহ মাদক বিক্রেতা আশরাফুকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। সে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা খাদেমপুর গ্রামের ফুলবাসের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পাবনাগামী নাজ পরিবহনের যাত্রীবাহী ঐ কোচে অভিযান চালানো হয়। বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অনার্স তৃতীয় বর্ষের স্থগিত ফল প্রকাশ এবং চতুর্থ বর্ষের ফরম পূরণের দাবিতে নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএম কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ সদস্যরা বিক্ষুব্ধদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। শিক্ষার্থীরা জানায়, জাতীয় বিশ^বিদ্যালয়ের নতুন নিয়মানুযায়ী এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাদের তৃতীয় বর্ষের ফল স্থগিত রাখা হয়েছে। যার ফলে তারা চতুর্থ বর্ষের ফরম পূরণ করতে পারছে না। হঠাৎ করে এই নিয়ম চালু করায় অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মধ্যে পড়েছে। তারা সাময়িকভাবে এই নিয়ম স্থগিত রাখার দাবি করেন অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষণা করারও হুমকি প্রদর্শন করেন। লংগদুতে ৬০ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ২৪ অক্টোবর ॥ জেলার দুর্গম লংগদু উপজেলার করল্যাছড়ি বাজার আগুনে পুড়ে গেছে। সোমবার রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে বাজারের ৬০ দোকান পুড়ে গেছে। উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, ওই দিন গভীর রাতে বাজারে আগুন লাগে। বাজারের কেউ বুঝে ওঠার আগেই বাজারের ৬০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে এলাকাবাসী এসে প্রায় দুই ঘণ্টা চেষ্ঠা চালিয়ে আগুন আয়ত্তে আনে। বাজারের একটি মোবাইলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই দোকানের স্টাবিলাইজার থেকে আগুন লাগে বলে ব্যবসায়ীদের ধারণা। মঙ্গলবার উপজেলা প্রশাসন বাজারের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সেখানে গেছে। লংগদু উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায় বাজারের আগুন নেভানো সম্ভব হয়নি বলে এলাকাবাসী জানান।
×