ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক হাজার নলকূপ বিতরণ

প্রকাশিত: ০৪:২৬, ২৫ অক্টোবর ২০১৭

এক হাজার নলকূপ বিতরণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে একটি করে নলকূপ বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় মঙ্গলবার দুপুরে এসব নলকূপ জেলা পরিষদ চত্বরে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের সচিব সামছুল আযম, সদস্য জুলফিকার আলী জুয়েল, ইসরাত জাহান পল্লবী প্রমুখ। সংশ্লিষ্ট সূত্র মতে, এই দিন জেলার ছয় উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত তালিকাভুক্ত বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারকে এ নলকূপ বিতরণ করা হয়। দুর্গাপুরে ফ্রি টেইলারিং সেন্টার নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ২৪ অক্টোবর ॥ উপজেলার চ-িগড় মানব কল্যাণকার্মী অনাথালয়ের উদ্যোগে অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে নারী উন্নয়ন টেইলারিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার। মানবকল্যাণকামী অনাথালয়ের সভাপতি সুবল চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ছবি বিশ্বাস। ২০টি সেলাই মেশিনের মাধ্যমে এই সেলাই কেন্দ্রের শুভ সূচনা ঘটল। অনাথলয়ের প্রতিষ্ঠাতা নিত্যানন্দ গোস্বামী নয়ন বলেন, অসহায় মহিলারা ২ মাসের ফ্রি প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পাবে বলে আমি বিশ্বাস করি। সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও বেগবান হবে।
×