ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গণধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৪:২৫, ২৫ অক্টোবর ২০১৭

গণধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৪ অক্টোবর ॥ উপজেলার এক ইতালি প্রবাসীর স্ত্রীকে গলায় ছুরি ঠেকিয়ে পালাক্রমে গণধর্ষণ করেছে দুই যুবক। তবে ঘটনার পর থেকেই ধর্ষকরা গা ঢাকা দিয়ে রয়েছে। এ বিষয়ে ধর্ষিতা বাদী হয়ে কোর্টে মামলা দায়ের করেছেন। এ মামলা তুলে নিতে অব্যাহত হুমকি দিয়ে আসছে আসামি পক্ষের লোকজন। জানা গেছে, ওই প্রবাসীর স্ত্রী তার দুই সন্তান নিয়ে উপজেলা সদরের একটি বাড়িতে দীর্ঘদিন ভাড়া থাকেন। ওই গৃহবধূ গত ১৪ অক্টোবর রাতে দুই সন্তানকে নিয়ে কোচিং শেষে বাসায় ফেরেন। এ সময় বাসার পাশে ওঁৎ পেতে থাকা পৌর এলাকার চরঝাউতলা গ্রামের সুমন কাজী ও পাঙ্গাশিয়া গ্রামের রিপন প্যাদা মিলে ওই গৃহবধূকে গলায় ছুরি ঠেকিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকার শুনে তার শিশুপুত্র বাঁচাতে এগিয়ে এলে তার গলায়ও ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে তাকেও জিম্মি করে রাখা হয়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে গত ১৬ অক্টোবর মাদারীপুর কোর্টে একটি মামলা দায়ের করে। এদিকে মামলা তুলে নিতে ধর্ষিতাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আসামি পক্ষের লোকজন। ধর্ষিতা অভিযোগ করে বলেন, আমি প্রথমে থানায় এ বিষয় মামলা করতে গেলে তা গ্রহণ না করে আমাকে আদালতে আশ্রয় নেয়ার পরামর্শ দেয় পুলিশ। পরে আমি কোর্টে মামলা করি। বর্তমানে আমি বিভিন্ন চাপে ভয়ের মধ্যে আছি। এ বিষয়ে কালকিনি থানার ওসি বলেন, গৃহবধূকে পরীক্ষা করার জন্য মেডিক্যালে পাঠানো হবে। রিপোর্টের পর ব্যবস্থা নেয়া হবে।
×