ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমতলীতে ৭ দিনে নিউমোনিয়ায় আক্রান্ত ১৪

প্রকাশিত: ০৪:২৩, ২৫ অক্টোবর ২০১৭

আমতলীতে ৭ দিনে নিউমোনিয়ায় আক্রান্ত ১৪

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৪ অক্টোবর ॥ উপজেলায় নিউমোনিয়া রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। গত ৭ দিনে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তবে বিভিন্ন গ্রামে শতাধিক শিশু আক্রান্ত হয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এন্টিবায়েটিক ইনজেকশন নেই। এতে ভোগান্তিতে পড়ছে রোগীর স্বজনরা। রোগীর স্বজনদের বাইরে থেকে এন্টিবায়েটিক ইনজেকশন আনতে হচ্ছে। আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় গত ৭ দিনে নিউমোনিয়ায়ে আক্রান্ত হয়ে ১৪ শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। উপজেলার সদর ইউনিয়ন, চাওড়া, হলদিয়া ও কুকুয়া ইউনিয়নে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। হাসপাতালের জরুরী বিভাগ ও পরিসংখ্যান বিভাগের আক্রান্তের সংখ্যায় গরমিল রয়েছে। সরকারীভাবে আক্রান্ত সংখ্যা ১৪ জন হলেও বেসরকারীভাবে আক্রান্তের রোগীর সংখ্যা শতাধিক বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের অধিকাংশ রোগী স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছে। এদিকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এন্টিবায়েটিক ইনজেকশন নেই। এতে ভোগান্তিতে পড়ছে রোগীর স্বজনরা।
×