ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোদাগাড়ীতে দম্পতির মৃত্যু নিয়ে রহস্য

প্রকাশিত: ০৪:২৩, ২৫ অক্টোবর ২০১৭

গোদাগাড়ীতে দম্পতির মৃত্যু নিয়ে রহস্য

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলার সেখেরপাড়া বারোমাইল এলাকার স্বামীর বাড়িতে খুন হয়েছেন গৃহবধূ জিন্নাতুন নেসা নিপা (২১)। ময়নাতদন্তে তার মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। তবে তার স্বামী শামিউল ইসলাম সনি (২৬) আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করে স্বামী সনি। রবিবার একই বাড়ি থেকে দুজনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের রিপোর্টে এ তথ্য মিলেছে। রামেকের সহকারী অধ্যাপক এনামুল হক দুজনের ময়নাতদন্তের পর মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত গৃহবধূ নিপার মাথায় দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথার ডান ও বাম পাশে থাকা এ দুটি চিহ্ন কয়েক ইঞ্চি লম্বা। সাধারণত লাঠির আঘাতে এমন চিহ্ন হয়। তবে ওই আঘাতে নিপার মাথা থেকে রক্ত বের হয়নি। এছাড়া তার গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। আর স্বামী সনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ওই চিকিৎসক। এর আগে রবিবার নিপা ও তার স্বামী সনির লাশ একই বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। সনির বাবার নাম শহিদুল ইসলাম। নিপা উপজেলার ফরাদপুর গ্রামের আবু জিন্নাতের মেয়ে। উদ্ধারের সময় নিপার লাশ ঘরের মেঝেতে পড়েছিল আর নিপার ওড়নায় গলায় ফাঁস দেয়া অবস্থায় সনির লাশ ঝুলছিল ঘরের তীরে। এদিকে গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আবদুল লতিফ তার প্রতিবেদনে দুটি লাশের গলায় ফাঁসের চিহ্নের কথা উল্লেখ করেছেন। এছাড়া শরীরের অন্য কোন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন তিনি। ময়নাতদন্তে নিপার মাথায় আঘাতের চিহ্নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই আঘাত আমি দেখিনি। অনেক কিছুই খালি চোখে দেখা যায় না। সেজন্যই দুটি লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
×