ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তাজকিয়া নূর মুন

উড়ছেন বিরাট কোহলি

প্রকাশিত: ০৪:১৮, ২৫ অক্টোবর ২০১৭

উড়ছেন বিরাট কোহলি

ক্যারিয়ারের ২০০তম ওয়ানডেতে ১২১ রানের দারুণ এক ইনিংস খেলে সেঞ্চুরি সংখ্যায় (৩১তম) রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন কোহলি। রবিবার মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ইনিংসের পথে এ কীর্তি গড়েন বর্তমান ভারত অধিনায়ক। ওয়ানডে ইতিহাসে সেঞ্চুরি সংখ্যায় কোহলির সামনে কেবল তারই পূর্বসূরি গ্রেট শচীন টেন্ডুলকর (৪৯)। দুই শ’ ম্যাচের ১৯২ ইনিংসে বিধ্বংসী কোহলির মোট রান এখন ৮৮৮৮। ৩১ সেঞ্চুরির বিপরীতে ৪৫টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। ব্যাটিং গড় ৫৫.৫৫, স্ট্রাইক রেট ৯১.৫৪। পরিসংখ্যান বলে দেয় কোহলি কোন মাপের ব্যাটসম্যান। ওয়ানডে ইতিহাসে সেঞ্চুরি সংখ্যায় কোহলির সামনে এখন কেবলই শচীন। পন্টিংয়ের ৩০ সেঞ্চুরি ছাড়িয়ে যেতে ভারতীয় ব্যাটিং সেনসেশনের লাগল মাত্র দুই শ’ ম্যাচ। ৪৬৩ ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে চূড়ায় বসা শচীনকে ছাপিয়ে যেতে কোহলির আর কত ম্যাচ লাগতে পারে, সে হিসাব এখনই করা কঠিন। তবে এটা তো জানা যায়, ২০০ ওয়ানডেতে গ্রেট শচীনের সেঞ্চুরি ছিল ১৮টি! গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় সেঞ্চুরি করে ছুঁয়েছিলেন পন্টিংকে। ৩৭৫ ম্যাচের ক্যারিয়ারে ৩৬৫ ইনিংসে ৩০ সেঞ্চুরি সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের। কোহলি সেটি ছাড়িয়ে গেলেন ২০০ ম্যাচ আর ১৯২ ইনিংসে। শচীন ৩১তম সেঞ্চুরি করেছিলেন ২৭৯তম ম্যাচে, ২৭১ ইনিংসে। কোহলির ৩১টি সেঞ্চুরি হয়ে গেল শচীনের চেয়ে ৭৯ ইনিংস কম খেলেই! ওয়ানডেতে এ পর্যন্ত ৮২৭টি চারের পাশাপাশি কোহলি হাঁকিয়েছেন ৯৬টি ছক্কা! আর চারটি হলেই ১০০ ছক্কার মালিক হয়ে যাবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজেই এই রেকর্ড হয়ে যাবে তা বলাই বাহুল্য। তবে একটি উচ্চতায় এখনও পৌঁছতে পারেননি কোহলি। ওয়ানডেতে তার কোন ডবল সেঞ্চুরি নেই। এমন বিধ্বংসী ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৩। যেভাবে খেলে যাচ্ছেন তাতে যে কোন দিনই ডাবল সেঞ্চুরি করে বসাটা কোহলির জন্য অসম্ভব নয়। এর আগে ক্যারিয়ারের ২০০তম ওয়ানডেতে সেঞ্চুরির কীর্তি ছিল একজনেরই, এবি ডি ভিলিয়ার্স। ২০০ ওয়ানডে শেষে রান, সেঞ্চুরি, ব্যাটিং গড়-তিনটিতেই ওয়ানডে ইতিহাসের শীর্ষে কোহলি। রান করেছেন ৮ হাজার ৮৮৮, সেঞ্চুরি ৩১টি, গড় ৫৫.৫৫। নিজেকে অনন্য উচ্চতার দিকেই নিয়ে যাচ্ছেন ভারত অধিনায়ক। বিরাট কোহলি। ক্রিকেটের নয়া রান-মেশিন। টেস্ট, ওয়ানডে কিংবা টি২০, ব্যাট হাতে সমানে ঔজ্জল্য ছড়িয়ে যাচ্ছেন ২৮ বছর বয়সী। গত উইন্ডিজ সফরে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের দাপুটে জয়ের দিনেই অপরাজিত ১১১ রানের দুর্দান্ত ইনিংসের মধ্য দিয়ে আরেকটি রেকর্ডে গ্রেট শচীনকে টপকে যান কোহলি। শচীনকে পেছনে ফেলে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচজয়ী সেঞ্চুরির (১৮টি) নতুন রেকর্ড গড়েন কোহলি। রেকর্ড নয়, জয়ের ধরনেই খুশি ভারত অধিনায়ক, ‘পরিসংখ্যান মাথায় রেখে ব্যাটিং করি না। আমার কাছে দলের জয়টাই সবার আগে। সিরিজ জয়ের ম্যাচে রান করতে পেরে ভাল লাগছে। অধিনায়ক হিসেবে দলকে এভাবে জিততে দেখাটা বেশ তৃপ্তিদায়ক।’ বলেন কোহলি। অনেকে মনে করেন শচীনের অনেক রেকর্ড ভেঙে দিয়ে চুড়ায় উঠবেন কোহলি। তবে ভারত অধিনায়ক কিন্তু বিনয়ী,‘ শচীনের রেকর্ড স্পর্শ করা অসম্ভব। দুই যুগের ক্যারিয়ারে ২০০টি টেস্ট, সাড়ে ৪শ’র ওপরে ওয়ানডে খেলেছেন। ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি। ভাবা যায়? কী অসাধারণ ব্যাপার! আমার মনে হয় না তাঁর মতো এতদিন খেলে যেতে পারব। কিন্তু আমি ভারতীয় ক্রিকেটে পার্থক্য গড়ে দিয়ে তবেই ছাড়ব।’ শচীন যদি মাস্টার ব্লাস্টার হন, কোহলিকে চেজ মাস্টারই বলতে হবে। জ্যামাইকায় সেদিন রান তাড়া করতে নেমে সেঞ্চুরির ক্ষেত্রে ‘ক্রিকেট ঈশ্বরকেও’ ছাড়িয়ে যান তিনি। রান চেজ করতে গিয়ে ২৩২ ইনিংসে শচীনের সেঞ্চুরি ছিল ১৭টি, ১০২ ইনিংসেই কোহলির ১৮! ১১৬ ইনিংসে ১১ সেঞ্চুরি নিয়ে তালিকায় তৃতীয় স্থানে লঙ্কান তিলকারতেœ দিলশান। ওয়ানডে ইতিহাসে ৮ হাজারে দ্রুতততম কোহলিÑ রেকর্ড গড়তে ডি ভিলিয়ার্সের লেগেছিল ১৮২ ইনিংস। কোহলি খেলেছেন ১৭৫ ইনিংস। ইংল্যান্ডে গত চ্যাম্পিয়ন্স ট্রফির বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে ৮৮ রানের দরকার ছিল কোহলির। দলকে ফাইনালে নিয়ে যাওয়ার সঙ্গে গড়েন নিজের রেকর্ড। সবচেয়ে কম ইনিংসে ৫, ৬ ও ৭ হাজারে পৌঁছানোর রেকর্ডও ছিল কোহলির অধিকারে। পরে অবশ্য এর সবকটি ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা। সবচেয়ে কম ২০৫ ইনিংসে ৯ হাজার রানে পৌঁছানোর আগের রেকর্ডটা ছিল ডি ভিলিয়ার্সের দখলে। পরে ব্যাট করে সেঞ্চুরি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়েস্ট ইন্ডিজ সফরে জ্যামাইকায় সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ দিয়েছিলেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে সেটি ছিল তার ২৮তম সেঞ্চুরি। সেদিন রান তাড়া করে ১৮তম বারের মতো সেঞ্চুরি করেন। শচীনকে টপকে গড়েন নতুন বিশ্ব রেকর্ড । রান তাড়া করে ওয়ানডে ক্যারিয়ারে ১৭ বার সেঞ্চুরি করেছিলেন শচীন। রান তাড়ায় শচীনের ১৭তম সেঞ্চুরি এসেছিল ২৩২তম ইনিংসে। সেখানে কোহলির ১৮তম সেঞ্চুরি ১০২তম ইনিংসে। শচীনের ১৭টি সেঞ্চুরিতে ভারত জিতেছিল ১৪বার। কোহলির ১৮টিতে ভারতের জয় ১৬ বার। ওয়ানডেতে রান তাড়া করে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় স্থানে যৌথভাবে আছেন শ্রীলঙ্কার তিলকরতে দিলশান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। দু’জনই ১১টি করে সেঞ্চুরি করেছেন। ১০টি করে সেঞ্চুরি আছে শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের সাঈদ আনোয়ারের। কেবল ওয়ানডে নয় অভিজাত্যের টেস্ট আঙিনায়ও ভারতকে ওড়াচ্ছেন কোহলি। ২০১৫ বিশ্বকাপের পর সাদা পোশাকে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। আর গত ফেব্রুয়ারিতে হায়দরাবাদ বাংলাদেশের বিপক্ষে জয়ের সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যান কোহলি। তার অধীনেই টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ে ভারতের টেস্ট দল। ম্যাচে প্রথম ইনিংসে দ্বিশতক করে কোহলি গড়েছিলেন ইতিহাস। প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চারটি সিরিজে করেছিলেন দ্বিশতক। ১৯৭৬-১৯৮০ সালে সুনীল গাভাস্কারের নেতৃত্বে টানা ১৮ টেস্টে অপরাজিত ছিল ভারত দল। তার রেকর্ডের খুব কাছে গিয়ে থেমেছিলেন কপিল দেব। ১৯৮৫-৮৭ সালে তার অধীনে টানা ১৭ টেস্টে অপরাজিত ছিল ভারত। ইংল্যান্ডের বিপক্ষে তার আগেরর সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে গাভাস্কারের পাশে বসেন কোহলি। রেকর্ড নিজের করে নেওয়ার পথে বাংলাদেশের ক্রিকেটারদের দিক থেকে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি তাকে। সেটি ছিল কোহলির নেতৃত্বে ভারতের টানা ছয় টেস্ট সিরিজ জয়। এরপর শ্রীলঙ্কা সফর ও ঘরের মাটিতে অস্ট্রেলিয়া-বধের মধ্য দিয়ে সেটিকে ৮-এ নিয়ে গেছেন তিনি। কোহলি এখন কোথায় থামেন সেটিই দেখার বিষয়।
×