ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষি ঋণের ১৩ শতাংশের বেশি খেলাপী

প্রকাশিত: ০৪:১৫, ২৫ অক্টোবর ২০১৭

কৃষি ঋণের ১৩ শতাংশের বেশি খেলাপী

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি (২০১৭-১৮) অর্থবছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে কৃষি ও পল্লী ঋণের খেলাপীর পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ১১২ কোটি ৭০ লাখ টাকা; যা মোট ঋণের ১৩ দশমিক ১৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কৃষি খাতে খেলাপী ঋণ দাঁড়িয়েছে ৫ হাজার ১১২ কোটি ৭০ লাখ টাকা; যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪ হাজার ৫২৯ কোটি ৭২ লাখ টাকা। এ হিসেবে এক বছরের ব্যবধানে খেলাপী ঋণ বেড়েছে ৫৮২ কোটি ৯৮ লাখ টাকা। কৃষি খাতের ঋণ খেলাপীর সিংহভাগই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর। এসব ব্যাংকের ঋণ খেলাপীর পরিমাণ ৪ হাজার ৯৪০ কোটি ১২ লাখ টাকা। এর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বিশেষায়িত এই ব্যাংকটির খেলাপী ঋণের পরিমাণ ২ হাজার ৩০৫ কোটি ২৫ লাখ টাকা। এর পরই রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। এ ব্যাংকটির খেলাপী ঋণের পরিমাণ ১ হাজার ৩৩০ কোটি ৪৫ লাখ টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের খেলাপী ঋণ ৮৩৩ কোটি ৮৫ লাখ টাকা। প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর) প্রথম তিন মাসে দেশের ব্যাংকগুলো মোট ৪ হাজার ২৩৫ কোটি ৭৪ লাখ টাকা কৃষি ঋণ বিতরণ করেছে; যা লক্ষ্যমাত্রার ২০ দশমিক ৭৬ শতাংশ। গত বছর একই সময়ে ৩ হাজার ৪৪৩ কোটি ৮৫ লাখ টাকা কৃষি ঋণ বিতরণ করেছিল ব্যাংকগুলো। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকগুলোর কাছে থাকা বিপুল উদ্বৃত্ত অর্থ বিনিয়োগে নিতে কৃষি খাতে ঋণ বিতরণে আগ্রহ বেড়েছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও লক্ষ্যমাত্রার আলোকে ঋণ বিতরণ করছে। ফলে আগের চেয়ে কৃষি ঋণ বিতরণের হার অনেক বেড়েছে। চলতি ২০১৭-১৮ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলোর ২০ হাজার ৪০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। এ লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের তুলনায় ১৬ দশমিক ২৪ শতাংশ বেশি। যদিও গত অর্থবছরের প্রকৃত বিতরণের চেয়ে তা কম। গত অর্থবছর কৃষি খাতে ১৭ হাজার ৫৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ হয় ২০ হাজার ৯৯৯ কোটি টাকা।
×