ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে এসিআই

প্রকাশিত: ০৪:১০, ২৫ অক্টোবর ২০১৭

সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে এসিআই

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এ্যাডভ্যান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বা এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ সহযোগী ও যৌথ কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফুড লিমিটেডে ২৪ কোটি ৭০ লাখ টাকা বিনিযোগ করবে। আর যৌথ কোম্পানি টেটলিতে বিনিয়োগ করবে আরও ৪ কোটি টাকা। সব মিলিয়ে কোম্পানিটি বিনিয়োগ করবে ২৮ কোটি ৭০ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার লঙ্কাবাংলা ফাইন্যান্সের ইপিএস ৩ দশমিক ৩১ টাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের (জানুয়ারি-সেপ্টেম্বর’ ১৭) মেয়াদের প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ২১ পয়সা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সর্বশেষ ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর’ ১৭) সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৯ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×