ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাইটের টাকা ব্যবহারে আরও সময় বাড়িয়েছে জিপিএইচ ইস্পাত

প্রকাশিত: ০৪:১০, ২৫ অক্টোবর ২০১৭

রাইটের টাকা ব্যবহারে আরও সময় বাড়িয়েছে জিপিএইচ ইস্পাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাইটের মাধ্যমে সংগ্রহ করা ২৬১ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা ব্যবহারের জন্য আরও এক বছর সময় বাড়াবে জিপিএইচ ইস্পাত। সোমবার অনুষ্ঠিত পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। কোম্পানিটি জানায়, অনিবার্য কারণে যথাসময়ে রাইটের টাকা সম্পূর্ণ ব্যবহার সম্ভব হচ্ছে না। তাই সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন পেতে আগামী ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় চিটাগং ক্লাবে অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) করা হবে। ইজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৪ নবেম্বর। এর আগে ২০১৬ এর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কমিশন সভায় জিপিএইচ ইস্পাতের আবেদনের পরিপ্রেক্ষিতে (৩আর :২) হারে অর্থাৎ দুটি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করেছে। প্রতি শেয়ারের জন্য ৪ টাকা প্রিমিয়াম নেয়া হয়েছে। রাইটের মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২৬১ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা সংগ্রহ করে। কোম্পানিটি উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে এ অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে।
×