ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৃষি ঋণের ১৩ শতাংশের বেশি খেলাপি

প্রকাশিত: ০১:৫৫, ২৪ অক্টোবর ২০১৭

কৃষি ঋণের ১৩ শতাংশের বেশি খেলাপি

অর্থনৈতিক রিপোর্টার॥ চলতি (২০১৭-১৮) অর্থবছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে কৃষি ও পল্লী ঋণের খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ১১২ কোটি ৭০ লাখ টাকা; যা মোট ঋণের ১৩ দশমিক ১৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কৃষি খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ হাজার ১১২ কোটি ৭০ লাখ টাকা; যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪ হাজার ৫২৯ কোটি ৭২ লাখ টাকা। এ হিসেবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৫৮২ কোটি ৯৮ লাখ টাকা। কৃষি খাতের ঋণ খেলাপির সিংহভাগই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর। এসব ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণ ৪ হাজার ৯৪০ কোটি ১২ লাখ টাকা। এর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বিশেষায়িত এই ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ৩০৫ কোটি ২৫ লাখ টাকা। এর পরই রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। এ ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৩৩০ কোটি ৪৫ লাখ টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের খেলাপি ঋণ ৮৩৩ কোটি ৮৫ লাখ টাকা। প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের ( জুলাই-সেপ্টেম্বর) প্রথম তিন মাসে দেশের ব্যাংকগুলো মোট ৪ হাজার ২৩৫ কোটি ৭৪ লাখ টাকা কৃষি ঋণ বিতরণ করেছে; যা লক্ষ্যমাত্রার ২০ দশমিক ৭৬ শতাংশ। গত বছর একই সময়ে ৩ হাজার ৪৪৩ কোটি ৮৫ লাখ টাকা কৃষি ঋণ বিতরণ করেছিল ব্যাংকগুলো। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকগুলোর কাছে থাকা বিপুল উদ্বৃত্ত অর্থ বিনিয়োগে নিতে কৃষি খাতে ঋণ বিতরণে আগ্রহ বেড়েছে। এ ছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও লক্ষ্যমাত্রার আলোকে ঋণ বিতরণ করছে। ফলে আগের চেয়ে কৃষি ঋণ বিতরণের হার অনেক বেড়েছে। চলতি ২০১৭-১৮ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলোর ২০ হাজার ৪০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। এ লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় ১৬ দশমিক ২৪ শতাংশ বেশি। যদিও গত অর্থবছরের প্রকৃত বিতরণের চেয়ে তা কম।
×