ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকারি ক্রয় ডিজিটাইজেশন প্রকল্পের উদ্বোধন কাল

প্রকাশিত: ০১:৫৩, ২৪ অক্টোবর ২০১৭

সরকারি ক্রয় ডিজিটাইজেশন প্রকল্পের উদ্বোধন কাল

স্টাফ রিপোর্টার ॥ পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) সরকারি ক্রয় ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি নতুন প্রকল্প গ্রহণ করেছে। বিশ্বব্যাংকের সহায়তায় গৃহীত বাস্তবায়ন পরিবীক্ষণ ও সরকারি ক্রয় ডিজিটাইজেশন শীর্ষক এ প্রকল্পটি জুলাই ২০১৭ থেকে জুন ২০২২ পর্যন্ত পাঁচ বছর মেয়াদে সিপিটিইউ বাস্তবায়ন করবে। আগামীকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিশ্বব্যাংক বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান এবং গভর্নেন্স গ্লোবাল প্রাকটিস, বিশ্বব্যাংকের পরিচালক বিনয় শর্মা। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মোঃ মফিজুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন এবং সিপিটিইউ মহাপরিচালব মোঃ ফারুক হোসেন প্রকল্পের উদ্দেশ্য ও বিভিন্ন কম্পোনেন্ট উপস্থাপন করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত প্রকল্পটির চারটি কম্পোনেন্ট। এগুলো হচ্ছে: সিপিটিইউ’র পুনর্গঠন ও ই-জিপি’র প্রাতিষ্ঠানিকীকরণ; সরকারি ক্রয়ের অধিকতর ডিজিটাইজেশন; পেশাদারিত্ব ও নাগরিক অংশগ্রহণ সৃষ্টি এবং প্রকল্প বাস্তবায়ন পরিবীক্ষণের ডিজিটাইজেশন। সিপিটিইউ দেশে ই-জিপি বাস্তবায়ন করছে। মোট ১৩০০ সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠানের মধ্যে এ পর্যন্ত ১১৪৭টি ই-জিপি সিস্টেমে যুক্ত হয়েছে।
×