ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কচুয়ার মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন না করার অভিযোগ

প্রকাশিত: ০১:১৫, ২৪ অক্টোবর ২০১৭

কচুয়ার মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন না করার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ॥ কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গতকার মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যাহার অনুলিপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজারকে দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার সুপার মোঃ ইউসুফ মিয়া কোমলমতী শিক্ষার্থীদের দেশের প্রতি মমত্ববোধের অংশ হিসেবে জাতীয় সংগীত পরিবেশন ও এসেম্বলীতে অংশগ্রহন না করিয়েই দিনের পর দিন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীদের বিপদগামী করছে। তাছাড়া, নিজ ইচ্ছা মতো এলাকার অশিক্ষিত লোকদের দিয়ে পরিচালনা পর্ষদের পকেট কমিটি তৈরী করে যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। সোমবার সরেজমিনে গিয়ে জাতীয় সংগীত ও এসেম্বলীর বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মোঃ আবু ইউসুফ ওইদিন এসেম্বলী করা হয়নি বলে স্বীকার করেন। তবে কেন করা হয়নি এবিষয়ে কোন সদোত্তর দিতে পারেননি। অভিযোগ রয়েছে মাদ্রাসা সুপার, ওই প্রতিষ্ঠানের কথিত প্রতিষ্ঠাতা দাবীদার শিক্ষক ওসমান গণি ভূইয়াকে সঙ্গে নিয়ে পরিচালনা পর্ষদের নির্বাচনসহ বিভিন্ন অনিয়ম করে আসছে। পরিচালনা পর্ষদের কমিটির নির্বাচনের বিষয়ে প্রিসাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার এহসানুল হক জানান অভিযোগের আলোকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ জানান, ওই মাদ্রাসার সুপারের বিরুদ্ধে জাতীয় সংগীত পরিবেশন না করাসহ বিভিন্ন অনিয়ম সংক্রান্ত অভিযোগ পেয়েছি। বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×