ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোই জিতলেন ফিফার সেরা পুরস্কার

প্রকাশিত: ০৯:১৩, ২৪ অক্টোবর ২০১৭

রোনাল্ডোই জিতলেন ফিফার সেরা পুরস্কার

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ফিফার বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ এ্যাওয়ার্ড জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার রাতে লন্ডনে এই পুরস্কার গ্রহণ করেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও নেইমারকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো ফিফার সেরা পুরস্কার নিজের শোকেসে তোলেন সিআর সেভেন। ১৯৯১ সাল থেকে নিয়মিতভাবেই বর্ষসেরা ফুটবলার পুরস্কার দিয়ে আসছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০১০ সাল থেকে ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অরের সঙ্গে মিলে একসঙ্গে সেটির নাম হয় ফিফা ব্যালন ডি’অর। ছয় বছর একসঙ্গে তা দেয়া হলেও গতবছর থেকেই আলাদা হয়ে যায় ফিফা আর ফ্রান্স ফুটবল। এরপর ব্যালন ডি’অর আগের মতো থাকলেও ফিফার বর্ষসেরা পুরস্কার প্রদান করা হয় ‘দ্য বেস্ট’ এ্যাওয়ার্ড নামে। প্রথমবারই এই পুরস্কার নিজের করে নেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফিফার সেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন জিনেদিন জিদান। গত মৌসুমে স্প্যানিশ লা লিগার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও অবিস্বরণীয় কীর্তি গড়েন রিয়াল মাদ্রিদের এই ফরাসি কিংবদন্তি। তারই পুরস্কার হিসেবে ফিফার সেরা কোচ হিসেবে বিবেচিত হন তিনি। চেলসির অ্যান্তনিও কন্টে এবং জুভেন্টাসের ম্যাসিমিললয়ানো এ্যালেগ্রিকে পেছনে ফেলে সেরা হন জিনেদিন জিদান। আর ফিফার বর্ষসেরা নারী কোচের পুরস্কার জেতেন হল্যান্ডের সারিনা উইগমান। বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার ওঠে বার্সিলোনার ডাচ তারকা লিকে মার্টেন্সের হাতে। সেরা গোলরক্ষকের পুরস্কার ওঠে জুভেন্টাসের ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইজি বুফনের হাতে। কেইলর নাভাস ও ম্যানুয়েল নিউয়েরকে পেছনে ফেলে প্রথম হন তিনি।
×