ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বুলাওয়ে টেস্টে চালকের আসনে উইন্ডিজ

প্রকাশিত: ০৮:২৪, ২৪ অক্টোবর ২০১৭

বুলাওয়ে টেস্টে চালকের আসনে উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বুলাওয়ে টেস্টে চালকের আসনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হলেও সোমবার তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৫০ রান তুলে লিডটাকে ৪১০এ নিয়ে গেছে জেসন হোল্ডারের দল। এবার চমৎকার ব্যাটিং করেছেন ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট (৮৬), কাইল হোপ (৪৩), শাই হোপ (৪৪), ইনফর্ম রোস্টন চেজ (৮৭*) ও দেবেন্দ্র বিশু (৩৭*) । প্রথম ইনিংসে স্বাগতিক জিম্বাবুইয়ের অলআউট হয় মাত্র ১৫৯ রানে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪২ রান আসে অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে। ইংলিশ কাউন্টির সঙ্গে চুক্তি বাতিল করে দীর্ঘদিন পর স্বদেশে ফেরা সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর আউট হন মাত্র ১ রানে। এছাড়া সুলেমান মিরের ২৭ আর ক্রেইগ অরভিনের ৩৯ উল্লেখ্য। অধিনায়ক গ্রেয়ামে ক্রেমার রানের খাতাই খুলতে পারেননি। টেইলরের পাশাপাশি এই ম্যাচ দিয়ে জিম্বাবুইয়ের জার্সিতে প্রত্যাবর্তন হয়েছে বোলার কাইল জার্ভিসেরও। ক্যারিয়ারে চতুর্থ বারের মতো ৫ উইকেট শিকার করেন দেবেন্দ্র বিশু। ইনিংসে ধুরন্ধর এই লেগস্পিনারে বোলিং বিশ্লেষণ ২৪-৪-৭৯-৫। এ নিয়ে ২৭ টেস্টে বিশুর ঝুলিতে জামা পড়ল ৯৪ উইকেট। সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে ক্যারিবীয়দের অন্যতম সফল বোলার তিনি। দুটি করে শিকারের পথে এদিন অধিনায়ক জেসন হোল্ডার ও আরেক পেসার কেমার রোচও ভাল বল করেছেন।
×