ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে খালেদার বৈঠক

প্রকাশিত: ০৮:২৩, ২৪ অক্টোবর ২০১৭

স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে খালেদার বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্য থেকে দেশে ফেরার চার দিন পর সোমবার রাত পৌনে নয়টায় দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। এই বৈঠক অনুষ্ঠিত হয় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে। বিএনপির সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে কি কি সিদ্ধান্ত নেয়া হয়েছে তা আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্তগুলো তুলে ধরবেন। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠক চলাকালে বিএনপির মহাসচিব অপেক্ষমাণ সাংবাদিকদের এ তথ্য জানাতে বলেন। তিন মাস পর ১৮ অক্টোবর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন খালেদা জিয়া। পরদিন তিনি দুর্নীতির দুটি মামলায় আদালত থেকে জামিন নেন। রবিবার রাতে খালেদা জিয়া সফরকারী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সোমবার রাতে দলের নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির বৈঠক ডাকেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
×